আলিয়া ভাট সম্প্রতি স্বামী রণবীর কাপুরের মেয়ে রাহা কাপুরের সাথে হাঁটতে যাওয়ার একটি ছবি শেয়ার করেছেন। বাবা-মেয়ের বন্ডিং কতটা মজবুত সেই নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী থেকে সদ্য লেখিকা হওয়া আলিয়া। কাজের হাজারো ব্যস্ততার মধ্যেও মেয়ে অন্তপ্রাণ রণবীর। এমনকী মেয়ের কিছু কিছু বিষয়ে তো আলিয়ার কথাও চলে না! আরও পড়ুন-পাত্র মুসলিম, রয়েছে সলমন-যোগ! TMC সাংসদ শত্রুঘ্নর হবু জামাই সোনাক্ষীর চেয়ে বয়সে কত ছোট?
আলিয়া যা বললেন
বাবা হিসেবে রণবীরকে দেখে কী আলিয়া অবাক হন? তিনি বলেন, ‘কিছুই আমাকে অবাক করেনি। আর সারপ্রাইজ হলেও এমন নয় যে আমি এটা আশা করিনি। আমি সবসময় অনুভব করতাম যে ওহ একজন চমৎকার বাবা হবে। ওরাঁ যে বন্ধনটি ভাগ করে নেয় তা মজাতে পরিপূর্ণ। দুজনে একসঙ্গে অনেক মজা করে। তারা সবসময় একে অপরকে বিরক্ত করে। একে অপরের পা ধরে টানাটানি করে। মজার মজার কথোপকথন হয় তাদের। তারা একে অপরকে হাসায়’।
আলিয়া আরও যোগ করেন, 'আমি সবচেয়ে অবাক হয়েছি এমন একটি জিনিস দ্বারা… রাহার ফ্যাশন চয়েস নিয়ে রণবীর কতটা স্পেসিফিক। আমাকে গিয়ে ওকে জিজ্ঞেস করতে হবে, রণবীর, রাহা আজ এই অনুষ্ঠানের জন্য কী পরবে? রণবীর এসে ওয়ারড্রোবে ঢুকে পড়বে এবং সঠিকভাবে সবটা বাছাই করবে এবং গোটা বিষয়টা নিয়ে গভীরভাবে জড়িত হয়ে পড়বে। আমি ভাবি এটা আমার করা উচিত, তারপর মনে হয় 'না না, এটি ওর উপর ছেড়েদি। সে দারুণ কাজ করবে'।
শাহরুখদের পিছনে ফেলে ভারতের সবচেয়ে মূল্য়বান সেলিব্রিটি বিরাট, ব্যান্ড ভ্যালু মাথা ঘুরিয়ে দেবে!
রণবীর-আলিয়ার প্রেমকাব্য
'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা'র সেটে মন দেওয়া নেওয়া সারেন আলিয়া ও রণবীর। সালটা ২০১৭। তার আগে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ব্রেকআপ হয়েছে আলিয়ার। দীপিকা, ক্যাটরিনা পেরিয়ে আরও এক হিরোইনের প্রেমে ঋষি কাপুর পুত্র। ৫ বছরের প্রেমপর্ব শেষে ২০২২ সালের এপ্রিলে অন্তঃসত্ত্বা আলিয়াকে বিয়ে করেন রণবীর। ওই বছর নভেম্বরেই রাহার জন্ম দেন আলিয়া। আগামী বছর ফের পর্দায় জুটি বাঁধবেন দুজনে, সৌজন্যে সঞ্জয় লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার'।
জুটির আসন্ন প্রোজেক্ট
এর পাশাপাশি নীতেশ তিওয়ারির 'রামায়ণ'-এ দেখা যাবে রণবীরকে। আলিয়াকে ভাসান বালার জিগরা এবং শর্বরী ওয়াঘের সাথে যশরাজ স্পাই ইউনিভার্সের একটি ছবিতে অভিনয় করবেন।