শুক্রবার সিনেমাহলে মুক্তি পেয়েছে জিগরা। আর তাই এই মুহূর্তে ছবির প্রচারে বেজায় ব্যস্ত আলিয়া ভাট। এছাড়াও অভিনেত্রীর সবচেয়ে প্রতীক্ষিত প্রোজেক্টগুলির মধ্যে একটি হলো জি লে জারা, যে ছবির কথা ২০২১ সালেই ঘোষণা করা হয়েছিল৷ তারপর থেকে, প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফের বচসা চলার কারণে ফারহান আখতারের পরিচালনায় এই ছবিটি বাতিল হয়ে গিয়েছে বলেও জল্পনা শুরু হয়। তবে সম্প্রতি The Lallantop-এর সঙ্গে কথা বলার সময়, আলিয়া অবশেষে ছবিটির কাজ শুরু হতে আদপে কেন দেরি হচ্ছে, সেবিষয়ে মুখ খোলেন।
আরও পড়ুন: (৮ বছরের আইনি লড়াইয়ের অবসান! ব্র্যাড পিটের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন অ্যাঞ্জেলিনা জোলি)
জি লে জারা নিয়ে আলিয়া
জি লে জারা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, আলিয়া বলেন, 'জি লে জারা নিয়ে এখনই আমরা শ্যুটিং শিডিউল করিনি। তবে এটা অবশ্যই হবে। এটা এমন একটা ছবি যেটাতে সবাই আছেন যেমন প্রযোজক, পরিচালক, সবাই চায় ছবিটা হোক। তবে কিছু কারণে সমস্যা হচ্ছে। সকলের ডেট একসঙ্গে পাওয়া নিয়েও সমস্যা হচ্ছে। তবে আমি মনে করি প্রত্যেকের জানেন যে ছবিটি তৈরি করতে হবে।
জানা যাচ্ছে ছবির বিষবস্তু বন্ধুদের নিয়ে রোড ট্রিপ। আর এই ছবির হাত ধরেই প্রায় এক দশকেরও বেশি সময় পর পরিচালনায় ফিরতে চলেছেন ফারহান আখতার। এর আগে ২০০১ সালে তাঁর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘দিল চাহতা হ্যায়’। যার ২০তম বার্ষিকীতে এই 'জি লে জারা'র কথা ঘোষণা হয়। অপরদিকে ফারহান আখতার গত বছর তাঁর পরবর্তী প্রজেক্ট হিসেবে ডন-৩র ঘোষণা করেছেনয যেখানে রণবীর সিং এবং কিয়ারা আডবাণীকে প্রধান ভূমিকায় অভিনয় করবেন।
আরও পড়ুন: (একবছর নয়, দুই মাস অপেক্ষা করলেই ফের দুর্গাপুজো! হঠাৎ এমন কেন বললেন চালচিত্রর পরিচালক?)
আরও পড়ুন: (আম্বানিদের জামনগরের অনুষ্ঠানে রণবীরের হাত ধরে আরতি দীপিকার! প্রকাশ্যে এল ভিডিয়ো)
ইনশাআল্লাহ
এদিকে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত আলিয়র ‘ইনশাআল্লাহ’ ছবিটিও ইতিমধ্যে স্থগিত হয়ে গিয়েছে। এবিষয়ে কথা বলতে গিয়ে আলিয়া বলেন, ‘আমি সঞ্জয় স্যারের সঙ্গে একটি ভিন্ন ছবি করছি, লাভ অ্যান্ড ওয়ার। আমি আশা করি, তিনি একদিন ইনশাআল্লাহও করবেন কারণ এটা একটা দারুণ গল্প। তবে আমি সে সম্পর্কে বেশি কিছু বলব না। তবে হ্যাঁ এটা একটি সুন্দর প্রেমের গল্প।’
আলিয়া প্রেম এবং যুদ্ধের গল্প নিয়ে সঞ্জয় লীলা বনশালির সঙ্গে পুনরায় কাজ করবেন। যে ছবিতে আবার আলিয়ার স্বামী, অভিনেতা রণবীর কাপুর এবং ভিকি কৌশলও রয়েছেন। আলিয়া সম্প্রতি ‘আলফা’-র প্রথম শিডিউলের কাজ শেষ করেছেন, সেখানে তাঁর সহ-অভিনেত্রী হলেন শর্বরী। এটি YRF স্পাই ইউনিভার্সের একটা ছবি। যেটির পরিচালক শিব রাওয়েল।