অক্টোবর ১৯, দিনটা একটু বেশিই স্পেশাল অভিনেত্রী আলিয়া ভাটের জন্য। এ দিন বলিউড দশ বছর পূর্ণ করলেন নায়িকা। নেটমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করে আবেগঘন বলিউড সুন্দরী।
করণ জোহরের হাত ধরে ২০১২ সালে বলিউডে পা রাখেন পরিচালক মহেশ ভাট কন্যা আলিয়া। একই ছবিতে বলিউডে ডেবিউ হয় সিদ্ধার্থ মালহোত্রা এবং বরুণ ধাওয়ানের। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ তাঁদের ডেবিউ ছবি। দশ বছর বলিউড সফর সম্পূর্ণ করায় আলিয়ার পোস্টে ভক্তদের পাশাপাশি মন্তব্য করেছেন অভিনেত্রী করিনা কাপুর খান। আরও পড়ুন: সম্পর্কের জটিলতা, পরকীয়া, খুন! সুদীপ্তা-জয়ের মাঝে ‘তৃতীয়’ কে?
সাদা সরু ফিতের টপ পরে আলিয়া, একেবারে নো মেকআপ লুকে ধরা দিয়েছেন তিনি। মাতৃত্বের গ্লো ফেটে পড়ছে তাঁর মুখ থেকে। ছবির ক্যাপশনে জানিয়েছেন, ‘আজ ১০ বছর (সূর্য ইমোজি)। আমি কৃতজ্ঞ। আরও ভালো কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ। আরও গভীর স্বপ্ন - আরও কঠোর পরিশ্রম করব!!!!! জাদুর (সূর্য ইমোজি) জন্য আপনাদের ধন্যবাদ। ভালোবাসা, ভালোবাসা এবং শুধুমাত্র ভালোবাসা (হাৃদয় ইমোজি)।’ আরও পড়ুন: ওহ লাভলি! ‘নো চাপ’, নাতিকে নিয়ে ‘হামি ২’-র গানে দুর্দান্ত নাচ মদন মিত্রের
আলিয়ার পোস্টে মন্তব্য করেছেন অভিনেত্রী করিনা কাপুর খান। সম্পর্কে তিনি এখন আলিয়ার ননদ। লেখেন, ‘সেরাটা দিয়েছ।’ অভিনেতা বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর পোস্টে হৃদয় ইমোজি দিয়েছেন। রণবীর সিং, আলিয়ার মা সোনি রাজদান, শ্বেতা বচ্চন এবং জোয়া আখতারও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আলিয়ার ছবিতে।
২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে যখন আলিয়া ডেবিউ করেন তখন তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। হাইওয়ে, ২ স্টেটস, ডিয়ার জিন্দেগি এবং গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির মতো বেশ কয়েকটি হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। চলতি বছর এপ্রিল মাসে বিয়ে করেন আলিয়া ও রণবীর কাপুর। বর্তমানে অন্তঃসত্ত্বা অভিনেত্রী, প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় দিন গুনছেন।