স্বামী রণবীর কাপুর এবং মেয়ে রাহার সাথে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন আলিয়া ভাট। তবে তাঁরা একা নেই মোটেই। রয়েছে দুই পরিবার। অর্থাৎ একত্রে ভাট আর কাপুররা। এই উদযাপন থেকে গোটা পরিবারের বেশ কিছু ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে। এবার নিউ ইয়ার স্পেশাল পোস্ট এল আলিয়ার থেকে। একগুচ্ছ ছবির আসল আকর্ষণ এবারেও সেই ছোট্ট রাহাই।
আলিয়ার ইনস্টা আপডেট
বৃহস্পতিবার ছবিগুলি শেয়ার করে আলিয়া ভাট ক্যাপশন দেন, ‘২০২৫: যেখানে নিয়ে গেল ভালোবাসা, বাকি এল পিছুপিছু। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।’ প্রথম ছবিতে দেখা গেল রণবীর চুমু খাচ্ছেন আলিয়ার মাথায়। যাতে সলজ্জ হাসি অভিনেত্রীর। তবে রাহার মুখ দেখে স্পষ্ট, বাবা তাকে ফেলে, অন্য কাউকে আদর করছে, এটা যেন সে কিছুতেই মানতে পারছে না! আলিয়ার পরের ছবিটি দিদি শাহিনের সঙ্গে সেলফি।
রাহা ও রণবীরের সঙ্গে আরও দুটো ছবি শেয়ার করেছেন আলিয়া। একটিতে তাঁদের পড়ন্ত সূর্যের সাক্ষ্মী থাকতে দেখা গেল। অপরটি তোলা বোট রাইডের সময়। একটি ভিডিয়োতে আলিয়াকে সাইকেল চালানোর সময় থাইল্যান্ডের শোভা উপভোগ করতে দেখা যায়। আবার একটি ফোটোতে আলিয়ার কোলে রাহা, মা তাঁর ছোট্ট মেয়েকে আকাশের দিকে কিছু একটা দেখাতে ব্যস্ত, তখনই ফোটোটা তোলা।
এত মিষ্টি ছবি দেখে যে কমেন্টের বন্যা বইবে, তা বলাই বাহুল্য। একজন লেখেন, ‘রাহা হল আসল আকর্ষণ। ও থাকলে আর কিছু চাই না’। দ্বিতীয়জন লেখেন, ‘ট্রোল করা বন্ধ হোক এবার। আলিয়া সত্যিই খুশি, চোখ মুখ দেখুন।’ তৃতীয়জন আবার মস্করা করে লেখেন, ‘আমাদের ফ্যামিলি ভ্যাকেশন হলেই দেখতে পিসামশাই আর কাকা মিলে ঝগড়া করছে, আর বাচ্চারা মাটিতে লুটোপুটি খাচ্ছে!’
কারা রয়েছেন আলিয়া-রণবীরের সঙ্গে ছুটিতে?
রণবীর কাপুর, স্ত্রী আলিয়া ভাট এবং মেয়ে রাহা কাপুর এই সপ্তাহে থাইল্যান্ডে নতুন বছর উদযাপন করেছেন। রণবীরের বোন ঋদ্ধিমা কাপুর বুধবার সন্ধ্যায় তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে থাইল্যান্ডে ছুটিতে যাওয়া গোটা পরিবারের ছবি শেয়ার করে নেন। ক্যাপশনে লিখেছেন, ‘মেমোরিজ মেইড টুগেদার’। সেই ছবিতে ছিলেন রণবীর, আলিয়া, রাহা, চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখোপাধ্যায়, আলিয়ার বোন ও প্রযোজক শাহিন ভাট, তাদের মা ও অভিনেতা সোনি রাজদান, রণবীর ও ঋদ্ধিমার মা ও অভিনেত্রী নীতু কাপুর, ঋদ্ধিমার স্বামী ও ব্যবসায়ী ভারত সাহানি এবং তাদের মেয়ে সামারা।
রণবীর ও আলিয়াকে আগামীতে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে একসঙ্গে দেখা যাবে। ব্রহ্মাস্ত্র-র পর ফের স্ক্রিন শেয়ার করছেন তাঁরা। এছাড়াও নীতেশ তিওয়ারির পরিচালনায় রামায়ণ অবলম্বনে দুই কিস্তির সিনেমায় রাম হয়েছেন রণবীর। ‘ওয়ার ২’ পরিচালনায় ব্যস্ত অয়ন মুখোপাধ্যায়। এদিকে, স্বামী ঋষির মৃত্যুর পর কাজে ফেরা নীতু কাপুরকে আগামীতে ‘লেটারস টু মিস্টার খান্না’তে দেখা যাবে। 'সংস অব প্যারাডাইস' ও ‘আবির গুলাল’ ছবিতে অভিনয় করবেন সোনি রাজদান।