বাংলা নিউজ > বায়োস্কোপ > Alia Bhatt: বাড়িতে আমার মেয়ের ভীষণ প্রিয় এক জায়গা আছে, রণবীর ওকে রোজ সেখানে নিয়ে যায়: আলিয়া

Alia Bhatt: বাড়িতে আমার মেয়ের ভীষণ প্রিয় এক জায়গা আছে, রণবীর ওকে রোজ সেখানে নিয়ে যায়: আলিয়া

আলিয়া রণবীর ও রাহা

কিছুদিন আগে রাহাকে পাশে নিয়ে ব্যালকনিতে বসে থাকতে দেখা যায় রণবীর কাপুরকে। সেই ছবি পোস্ট করেছিলেন আলিয়া নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ছবি, মেয়ে রাহা কাপুর সহ নানা নিয়ে মুখ খুলেছেন আলিয়া। অভিনেত্রীর কথায়, ‘রাহাকে নিয়ে রণবীর রোজই একবার ব্যালকনিতে বসেন। বাড়িতে ওটাই রাহার প্রিয় জায়গায়।’

এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী তিনি। তবে কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই বিয়ে করে ও সন্তানের মা হয়ে চমকে দিয়েছেন আলিয়া ভাট। আবার মা হওয়ার তিন মাসের মধ্যেই কাজে ফিরেছেন, মেট গালায় ডেবিউ করেছেন। আবার অন্তঃসত্ত্বাকালীনই হলিউডের ছবির শ্যুটিংও করেছেন আলিয়া ভাট। সব মিলিয়ে কেরিয়ার ও ব্যক্তিগত জীবন দুই ক্ষেত্রেই দারুণ সময় কাটছে আলিয়ার।

কিছুদিন আগে রাহাকে পাশে নিয়ে ব্যালকনিতে বসে থাকতে দেখা যায় রণবীর কাপুরকে। সেই ছবি পোস্ট করেছিলেন আলিয়া নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ছবি, মেয়ে রাহা কাপুর সহ নানা নিয়ে মুখ খুলেছেন আলিয়া। অভিনেত্রীর কথায়, ‘রাহাকে নিয়ে রণবীর রোজই একবার ব্যালকনিতে বসেন। বাড়িতে ওটাই রাহার প্রিয় জায়গায়। ও ওখানে বসে রোজ বাবার সঙ্গে সবুজ গাছপালা দেখে।’ আলিয়ার কথায়, ওটাই ছিল তাঁর তোলা সেটা একটা ছবি।

আরও পড়ুন-রাত ২টোয় ফোনে কাস্টিং ডিরেক্টর বলেন, পার্টিতে আয় তবে কাজ পাবি! নিজেকে কুকুরের মতো মনে হয়েছিল: অধ্যায়ন

আরও পড়ুন-'অন্তরা বলেছিল ও আমার ফ্যান, হঠাৎই একদিন আমার সঙ্গে গান করার প্রস্তাব দেয়', বলছেন পরমব্রত

মা ও মেয়ের প্রিয় মুহূর্তর প্রসঙ্গে কথা বলতে গিয়ে আলিয়া বলেন, ‘আমি যখন ওকে স্তনপান করাই, তখন ও প্রথমে আমার মুখের দিকে দেখে, তারপর আমার মুখে- চোখে হাত দিতে থাকে। এটা আমার কাছে জীবনের অন্য়তম সুন্দর মুহূর্ত, রোম্যান্টিক মুহূর্ত।’

মেয়ের ডাক নাম প্রসঙ্গে জিগ্গেস করা হলে আলিয়া বলেন, 'ওকে একাধিক নামে ডাকা হয়, কখনও আমি ওকে পামকিন, পুডিং, ক্যাফেচিনো, এসব নানান নামে ডাকতে থাকি।' রাহার ছবি প্রকাশ্যে না আসতে দেওয়া প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমি আর রণবীরের এই সিদ্ধান্তের বিষয়ে ভীষণ স্পষ্ট মত আছে যে আমরা কতদিন রাহাকে জনসাধারণের চোখের আড়ালে রাখব। আমার মনে হয় না আমাদের মেয়ের জনসমক্ষে আসার বিশেষ প্রয়োজন আছে বলে। ওর প্রতি বহু মানুষের আশীর্বাদ আছে, ব্যাস ওটাই থাক। আমাকে সকলে রাহার মা বলে ডাকে, সেটা শুনতে বেশ লাগে।’  

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন