বাংলা নিউজ > বায়োস্কোপ > Alia Bhatt-Met Gala: বিশালাকৃতি গাউন পরে নাজেহাল, আলিয়া বলেন, ‘আমাকে কি কেউ তুলে নিয়ে কার্পেটে দাঁড় করিয়ে দেবেন?’

Alia Bhatt-Met Gala: বিশালাকৃতি গাউন পরে নাজেহাল, আলিয়া বলেন, ‘আমাকে কি কেউ তুলে নিয়ে কার্পেটে দাঁড় করিয়ে দেবেন?’

আলিয়া ভাট

আলিয়াকে মজা বলতে শোনা যায়, কেউ কি আমায় এখান থেকে তুলে নিয়ে রেড কার্পেটে দাঁড় করিয়ে দিতে পারবেন? আলিয়ার রসিকতার সঙ্গে কথা জুড়ে ডিজাইনার বলেন, ‘মুম্বই থেকে মেট!’ আলিয়াও ঠিক তখন হেসে বলেন, ‘হ্যাঁ…’।

এবছর মেট গালায় ডেবিউ করেছেন আলিয়া ভাট। ফ্যাশান ডিজাইনার প্রবাল গুরুং-এর ডিজাইন করার দুধ সাদা গাউনে রেড কার্পেটে হাঁটতে দেখা গিয়েছে আলিয়াকে। ১ লক্ষ মুক্তি দিয়ে তৈরি হয়েছিল আলিয়ার সেই পোশাক। সেটি দেখতে বেশ সুন্দর হলেও বিশালাকৃতির ওই ফুলো, ভারী ওই পোশাক পরে হাঁটতে গিয়ে নাজেহাল হয়েছিলেন আলিয়া।

প্রবাল গুরুংয়ের ওই ডিজাইনার গাউন পরে, মেকআপ করে তৈরি হওয়ার সময় আলিয়ার কী হাল হয়েছিল , তা উঠে এসেছে সাম্প্রতিক ভিডিয়োতে। যেখানে আলিয়াকে মজা বলতে শোনা যায়, কেউ কি আমায় এখান থেকে তুলে নিয়ে রেড কার্পেটে দাঁড় করিয়ে দিতে পারবেন? আলিয়ার রসিকতার সঙ্গে কথা জুড়ে ডিজাইনার বলেন, ‘মুম্বই থেকে মেট!’ আলিয়াও ঠিক তখন হেসে বলেন, ‘হ্যাঁ…’।

আরও পড়ুন-আলিয়াকে মেট গালায় পাঠিয়েছেন করণ! ট্রোলিং মুখে করণ লিখলেন…

আরও পড়ুন-চূড়ান্ত ব্যর্থ, তারপরেও নাকি 'শামসেরা' ভালো লেগেছে, মহিলা অনুরাগীর কথায় রণবীর বললেন, ‘আপনি অন্ধ …’

আরও পড়ুন-‘রাত তখন ১০, হিন্দুরীতিতে আমার বিয়ে চলছিল, দেখলাম শ্বশুরবাড়ির লোকজন ঘুমে ঢুলছে’, বলছেন প্রিয়াঙ্কা

ভিডিয়োর পরবর্তী অংশে আলিয়াকে বলতে শোনা যায়, ‘যখন বছরে বিশ্বব্যাপী একটি বড় ইভেন্টের কথা শুনি, তখন সবার আগে মনে আসে মেট গালার কথা। খুবই উত্তেজিত আমি। কিন্তু যখন আমি সেই স্প্রিন্টার ভ্যান থেকে বের হব, তখন আমার হাঁটু কাঁপতে থাকবে নিশ্চিত! কারণ, এত বড় পোশাক আর এত উঁচু জুতো পরে হাঁটতে গিয়ে আমার যে কী হাল হবে…!’

ভিডিয়োর পরবর্তী অংশে রেডি হয়ে লিফটে উঠতে দেখা যায় আলিয়াকে। তারপর স্প্রিন্টার ভ্যান থেকে নামার সময় কিছু লোকজন চিৎকার করে তাঁকে বলেন, ‘Love You’ আলিয়া। উত্তরে আলিয়াও তাঁদের উদ্দেশ্যে ভালোবাসা প্রকাশ করেন। পরের অংশে ডিজাইনার প্রবাল গুরুং-এর সঙ্গে পোজ দিতেও দেখা যায় আলিয়াকে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন