গোটা কাপুর পরিবার সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। এদিন তাঁরা গিয়ে প্রধানমন্ত্রীকে রাজ কাপুরের ১০০ তম জন্মবার্ষিকীর উদযাপনের আমন্ত্রণ জানান। আর সেই সাক্ষাতের বেশ কিছু ছবি এদিন পোস্ট করেছেন আলিয়া।
আরও পড়ুন: কল্কি ২৮৯৮ এডি থেকে হীরামান্ডি: ২০২৪-এর IMDB-এর সবথেকে জনপ্রিয় ভারতীয় সিনেমা-সিরিজ কোনগুলো?
মোদীর সঙ্গে দেখা করতে যাওয়ার ছবি পোস্ট আলিয়ার
বুধবার, ১১ ডিসেম্বর আলিয়া ভাট ইনস্টাগ্রামে মোদীর সঙ্গে দেখা করতে যাওয়ার বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে খালি নিজেদের নয়, কাপুর পরিবারের সমস্ত সদস্যরাই এদিন একসঙ্গে মোদীর বাসভবনে কী কী করেছেন, যাওয়ার পথে কী কী করেছেন তাঁরা সবটাই তুলে ধরেছেন।
আলিয়া, রণবীর কাপুর ছাড়াও এদিন মোদীর সঙ্গে দেখা করতে করিনা কাপুর, করিশ্মা কাপুর, নিতু কাপুর, ঋদ্ধিমা কাপুর প্রমুখ গিয়েছিলেন। তাঁরা যাওয়ার সময় বাসে যেভাবে মজা করেছেন সেই ছবি দেখে সইফ আলি খান, করিশ্মা কাপুর অভিনীত হাম সাথ সাথ হ্যায় ছবিটির ABCDEFGHI গানটির কথা পড়ে গিয়েছে।
এই ছবিগুলো পোস্ট করে এদিন আলিয়া লেখেন, ' শিল্প সময়ের গণ্ডি মানে না। আর সেটা পিছু ফিরে রাজ কাপুরের করে যাওয়া কাজ দেখলেই বোঝা যায় তিনি যেভাবে তাঁর করে যাওয়া ছবির মাধ্যমে গোটা বিশ্বজুড়ে ছাপ ফেলেছেন, যে গল্প বলে গেছেন সেটা অভাবনীয়। গতকাল আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে, তাঁর সঙ্গে দুপুরটা কাটালাম রাজ কাপুরের জীবন এবং তাঁর করে যাওয়া কাজ নিয়ে কথা বলে।
আরও পড়ুন: কমেডি শোতে 'বাঙালি-বিবাহিত' মহিলার কাপড় কাটলেন 'বিশেষ' বন্ধু! কাণ্ড দেখে নেটপাড়া বলছে, 'এত নির্লজ্জ...'
রাজ কাপুরের জন্মশতবর্ষে ফিল্ম ফেস্টিভ্যাল
রাজ কাপুরের জন্মশতবর্ষ উপলক্ষ্যে PVR আইনক্স লিমিটেড এবং ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন রাজ কাপুর ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করেছে। ৩৪ টি শহরে রাজ কাপুরের ১০১ টি ছবি দেখানো হবে। আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফিল্ম ফেস্টিভ্যাল। এই ১০১ টি ছবির মধ্যে থাকবে আওয়ারা, শ্রী ৪২০, সঙ্গম, ইত্যাদি।