বাংলা নিউজ > বায়োস্কোপ > 'আরআরআর' ছবিতে কাজের অভিজ্ঞতা কেমন? আলিয়ার ‘টেনিস বল’ জবাব শুনলে হেসে ফেলবেন

'আরআরআর' ছবিতে কাজের অভিজ্ঞতা কেমন? আলিয়ার ‘টেনিস বল’ জবাব শুনলে হেসে ফেলবেন

'আরআরআর' এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে জুনিয়র এনটিআর-এর সঙ্গে আলিয়া।

'আরআরআর' ছবিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন আলিয়া ভাট।

'বাহুবলী'-র পর ফের একবার বক্স অফিসে নিজের নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন পরিচালক এস এস রাজামৌলি। তাঁর পরিচালনায় 'আর আর আর'যে কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা রাম চরণ এবং জুনিয়র এনটিআর। নায়িকার চরিত্রে রয়েছেন আলিয়া ভাট। তা রাজামৌলির নির্দেশনায় অভিনয় করে কেমন লাগল এই বলি-সুন্দরীর? 'আরআরআর' এর সেটেই বা তাঁর অভিজ্ঞতা কেমন? এবার সেসব নিয়ে মুখ খুললেন আলিয়া।

'আরআরআর' ছবিতে রাম চরণ-এর সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করেছেন আলিয়া ভাট।
'আরআরআর' ছবিতে রাম চরণ-এর সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করেছেন আলিয়া ভাট।

সম্প্রতি, ফ্রি প্রেস জার্নাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন 'আর আর আর' এর সেটে শ্যুটিংয়ের ফাঁকে তাঁর সামনে স্রেফ তেলেগু ভাষাতেই কথা বলে যেতেন তাঁর দুই সহ-অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর। 'আর আমি শুধু অবাক হয়ে একবার এর মুখের দিকে তাকাতাম, পরমুহূর্তে আবার ওঁর মুখের দিকে তাকাতাম। অনেকটা টেনিস খেলা দেখার মতন। টেনিস বল যেমন একবার কোর্টের এক প্রান্তের খেলোয়াড় থেকে অন্য প্রান্তের খেলোয়াড়ের কাছে সমানে চলতে থাকে আর তার সঙ্গে সামঞ্জস্য রেখে দর্শকদের চোখও এদিক-ওদিক ঘুরতে থাকে, আমার অবস্থাটাও অনেকটা সেরকম হতো। শুধু এই আশায় থাকতাম যে কেউ হয়ত এবার আমাকে এই কথার অর্থ বুঝিয়ে দেবে'।

সম্প্রতি, ফ্রি প্রেস জার্নাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন 'আর আর আর' এর সেটে শ্যুটিংয়ের ফাঁকে তাঁর সামনে স্রেফ তেলেগু ভাষাতেই কথা বলে যেতেন তাঁর দুই সহ-অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর। 'আর আমি শুধু অবাক হয়ে একবার এর মুখের দিকে তাকাতাম, পরমুহূর্তে আবার ওঁর মুখের দিকে তাকাতাম। অনেকটা টেনিস খেলা দেখার মতন। টেনিস বল যেমন একবার কোর্টের এক প্রান্তের খেলোয়াড় থেকে অন্য প্রান্তের খেলোয়াড়ের কাছে সমানে চলতে থাকে আর তার সঙ্গে সামঞ্জস্য রেখে দর্শকদের চোখও এদিক-ওদিক ঘুরতে থাকে, আমার অবস্থাটাও অনেকটা সেরকম হতো। শুধু এই আশায় থাকতাম যে কেউ হয়ত এবার আমাকে এই কথার অর্থ বুঝিয়ে দেবে'।

|#+|

'আর আর আর' এর ব্যাপারে আলিয়া আরও বললেন, 'এই ছবি করার সময় যেমন উত্তেজিত ছিলাম তেমন নার্ভাসও। নিজের তেলেগু উচ্চারণ ঠিক করতে প্রতিদিন অনুশীলন করতাম নিজের তেলেগু ভাষার প্রশিক্ষকের সঙ্গে। তবু ভয় কাটত না। কারণ আমি তো আর তেলেগুতে চিন্তা করতে পারছি না। ভাবতে হচ্ছে সেই হিন্দি কিংবা ইংরেজিতেই। তবে প্রাণপণ চেষ্টা করে গেছি এইটুকু বলতে পারি'।

প্রসঙ্গত, এই ছবিতে রাম চরণ, জুনিয়র এনটি এবং আলিয়া ভাট ছাড়াও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণ-কে।২০২২ এর ৭ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'আর আর আর'।

বায়োস্কোপ খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.