প্যারিস ফ্যাশন উইকে এবার বলিউডের জয়জয়কার। বি-টাউনের গ্ল্যামারে মুগ্ধ দুনিয়া। অভিনেত্রী ঐশ্বর্য রাই এবং আলিয়া ভাট ফ্যাশন গালার রেড কার্পেটে যোগ দিয়েছেন, তাঁদের সৌন্দর্য্যে তারকাখচিত ইভেন্টের স্টাইল এবং গ্ল্যাম আরও এক ধাপ বেড়ে গিয়েছিল।
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন আলিয়া-ঐশ্বর্য
ল'রিয়ালের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছিলেন এই দুই অভিনেত্রী। রেড কার্পেটে হাঁটার সময় দুজনেই মাথা ঘুরিয়ে দিয়েছিলেন সকলের, কমনীয়তা সঙ্গে দৃঢ় ব্যক্তিত্ব সব মিলিয়ে নজরকাড়া ছিল দুই বলি-ডিভার লুক।
আরও পড়ুন: ‘ভাগ্য বদলায় পরিমল শাস্ত্রী…’,১৬ বছর পর দেবশ্রীর সাথে জুটি,ঝলকেই বাজিমাত মিঠুনের
ল'রিয়াল পরিবারে নতুন আসা আলিয়াকে কালো অফ শোল্ডার জাম্প স্যুটের সঙ্গে মেটালিক সিলভার বাস্টিয়ারে উজ্জ্বল দেখাচ্ছিল। মেকআপ হিসেবে তিনি ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক পরেছিলেন। ওয়েট হেয়ার লুকে তাঁকে আরও আকর্ষণীয় দেখাচ্ছিল। প্যারিসের রানওয়েতে পা রেখেই আলিয়া হাত নাড়েন, হাসেন এবং দর্শকদের ফ্লাইং কিস দেন।
অন্যদিকে, দীর্ঘদিনের এই ব্যান্ডের মুখ ঐশ্বর্য ঢিলেঢালা সাটিনের লাল গাউন এবং গাঢ় লাল লিপস্টিক পরে চমক দিয়েছেন। তাঁর লম্বা ট্রেলটি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল কারণ এতে ল'রিয়ালের ট্যাগলাইন ‘উই আর ওয়ার্থ’ লেখা ছিল। র্যাম্পে তিনি দর্শকদের নমস্কার জানিয়ে অভিবাদন জানান।
আরও পড়ুন: বিচ্ছেদের গুঞ্জন, তার মাঝেই SIIMA 2024- এ ঐশ্বর্যের জয়ের পরই অমিতাভের পোস্ট! কী লিখলেন বিগ বি?
প্রসঙ্গত, অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই ফ্যাশন উইকে হাজির হয়েছিলেন ঐশ্বর্য। কিন্তু তাঁর আঙুলে তাঁকে 'বিয়ের আংটি' পরে থাকতে দেখা গিয়েছিল।
তবে আংটিটি সত্যিই অভিষেকের দেওয়া বিয়ের আংটি কিনা তা স্পষ্ট না হলেও, রেডিটে কেউ কেউ বলেছেন যে এটি তাঁর বিচ্ছেদের গুঞ্জন বন্ধ করার উপায়।
আলিয়ার ল'রিয়াল প্যারিসের সঙ্গে কোলাবরেশন
সেপ্টেম্বরে আলিয়াও ঐশ্বর্যর সঙ্গে ল'রিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছিলেন। এত বড় ব্যান্ডের মুখ হয়ে ওঠার খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রী তাঁর উত্তেজনা ভাগ করে নিয়েছিলেন।
এক বিবৃতিতে আলিয়া বলেছিলেন, ‘ল’রিয়াল প্যারিস পরিবারে যোগ দিতে পেরে এবং শক্তিশালী নারীদের কমিউনিটির একজন হতে পেরে আমি রোমাঞ্চিত। আমি নিজে নানা ভাবে আমার ত্বক ও চুলের যত্ন রাখি, আর ল'রিয়াল প্যারিস সেই কাজ দীর্ঘ দিন ধরে করে আসছে। আমি ল'রিয়াল প্যারিসকে তার এই দারুণ উদ্ভাবন এবং সৌন্দর্য শিল্পে শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতির জন্য প্রশংসা করি। নারীর ক্ষমতায়নের ব্র্যান্ডের উদযাপন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। কারণ এই ব্যান্ড প্রতিটি মেয়েকে যোগ্য মর্যাদা দেয়। তাঁদের ক্ষমতা কথা তাঁদের মনে করিয়ে দেয়। যা সৌন্দর্য্যে ইতিবাচক প্রভাব ফেলে। মেয়েদের সব সময়ের জন্য এগিয়ে রাখা ল'রিয়াল প্যারিসের সঙ্গে কোলাবোরেট করতে পেরে আমি খুবই খুশি।'
প্রসঙ্গত, এরপর আলিয়াকে দেখা যাবে ‘জিগরা’ ছবি। ছবিটি পুজো-দীপাবলির মরশুমেই রিলিজ হবে। তাছাড়াও স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’-এ দেখা যাবে নায়িকাকে। সেখানে তাঁর সঙ্গে থাকবেন শর্বরীও। এছাড়াও ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং ‘জি লে জারা’ ছবিতে অভিনেত্রীকে দেখা যাবে। অন্যদিকে ঐশ্বর্যকে সর্বশেষ 'পোন্নিয়িন সেলভান: টু' ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল।