অভিনেতা আলিয়া ভাট চলতি বছরের সেপ্টেম্বরে কাশ্মীরে তাঁর অত্যন্ত প্রত্যাশিত স্পাই থ্রিলার আলফা -এর দ্বিতীয় শিডিউলের জন্য আবার শ্যুটিং শুরু করতে চলেছেন৷ জুলাইয়ের শুরুতে YRF স্টুডিওতে মুম্বইতে ছবিটির শ্যুটিং শুরু হয়েছিল৷ সংবাদসংস্থা IndiaToday.in-এর মতে, প্রোডাকশনের পরবর্তী ধাপ কাশ্মীরের মনোরম প্রাকৃতিক দৃশ্যে পৌঁছে যাবে। প্রোজেক্টের ঘনিষ্ঠ একটি সূত্রের মতে, ‘মুম্বাই শিডিউল শেষ করার পরে, টিম শুটিংয়ের পরবর্তী অংশের জন্য কাশ্মীর যাবে।‘
এই সময়সূচী বেশ সংক্ষিপ্তই হবে। আগস্টের শেষে শুরু হবে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শেষ হবে। শিব রাওয়াইল দ্বারা পরিচালিত, ‘আলফা’ গুপ্তচরবৃত্তি এবং আন্তর্জাতিক চক্রান্তকে কেন্দ্র করে একটি আকর্ষণীয় ড্রামা সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। আলিয়া ভাট তাঁর ভূমিকার জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছেন। তিনি তীব্র অ্যাকশন সিকোয়েন্স এবং স্টান্টের কঠোর প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: (‘আসলে এইসব মানুষেরা বিরল...' বুদ্ধদেবের মৃত্যুতে স্মৃতির পাতায় উঁকি ঋতুপর্ণার)
‘আলফা’-তে, আলিয়া একজন সুপার-এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন। অপরদিকে শর্বরী ওয়াঘও এই ছবিতে বিশিষ্টভাবে অভিনয় করবেন। শর্বরী এর আগে পরিচালক শিব রাওয়েলের সঙ্গে ইনস্টাগ্রামে ছবিটির নির্মাণ শুরুর কথা ঘোষণা করেছিলেন। এটি একটি প্রতিশ্রুতিশীল কাস্ট এবং YRF স্পাই ইউনিভার্সের সাথে আলফা এর মুক্তির জন্য যথেষ্ট উত্তেজনা এবং প্রত্যাশা তৈরি করছে।
যশরাজ স্পাই ভার্সের প্রথম মহিলাকেন্দ্রিক ছবি আসতে চলেছে। আর তাতে মুখ্য ভূমিকায় থাকবেন আলিয়া ভাট। আর তাঁর প্রতিদ্বন্দ্বী হয়ে অ্যানিম্যালের পর আবার খলনায়কের চরিত্রে ধরা দেবেন ববি দেওল।শোনা গিয়েছে এই আলফা নামক ছবির সেটে ১০০ জন নিরাপত্তারক্ষীকে বহাল করা হয়েছে।কিন্তু কেন? আলিয়া ভাট এবং ববি দেওলকে এই ছবিতে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যে করতে দেখা যাবে। আর সেটারই শ্যুটিংয়ের মাঝে সেটে বহাল করা হল ১০০ নিরাপত্তারক্ষীকে। এমনটাই মিডডের একটি রিপোর্টে জানানো হয়েছে।
আরও পড়ুন: (কুস্তিই জীবনে এনেছে প্রেম! 'রিং'য়ের অন্দরে কীভাবে জমলো ভিনেশ এবং সোমবীরের সম্পর্ক?)
রক্ত, নৃশংসতায় ভরা দৃশ্যের শ্যুটিং হবে এবার এই ছবির। থাকবে ভরপুর অ্যাকশন। আর সেই দৃশ্যের কোনও ফুটেজ যাতে লিক না হয় সেটা আটকাতেই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। এই দৃশ্যে আলিয়া এবং ববিকে হাতাহাতি থেকে শুরু করে অস্ত্রের ব্যবহার সবটাই করতে দেখা যাবে। ৪ দিন ধরে শ্যুটিং চলবে এই দৃশ্যের, এমনটাই জানা গিয়েছে। আর তাই প্রযোজক আদিত্য চোপড়া নিরাপত্তা বাড়ানোর জন্য ১০০ জন লোক রেখেছেন সেটে।
এই ধুন্ধুমার অ্যাকশনের দৃশ্য ডিজাইন করেছেন আর্ট ডিরেক্টর অমিত রায় এবং সুব্রত চক্রবর্তী। ববি দেওল ধরা দেবেন পনিটেল নিয়ে।প্রসঙ্গত আলিয়া ভাটকে শেষবার রকি অউর রানি কী প্রেম কাহানি ছবিতে দেখা গিয়েছিল।অপরদিকে ববি দেওল ‘অ্যানিম্যাল’ ছবিতে খলনায়কের ভূমিকায় মন জিতে নিয়েছেন সকলের।