তিনি দক্ষ অভিনেত্রী। বলিউডের গণ্ডি ছাড়িয়ে হলিউডেও যাত্রা করেছেন আলিয়া। সিনেমার দুনিয়ায় প্রযোজক হিসাবেও পা রেখেছেন, আবার পোশাকের ব্যবসাতেও নেমেছেন। এদিকে আবার ব্যক্তিগত জীবনে রণবীর কাপুরকে বিয়ে করে তিনি সুগৃহিনী। একবছর আগে সন্তানের মাও হয়েছেন। কেরিয়ার থেকে শুরু করে আলিয়ার ব্যক্তিগত জীবনও এখন পরিপূর্ণ। এসবেরই মাঝে নতুন ভূমিকায় অবতীর্ণ হলেন আলিয়া ভাট।
এবার আলিয়া লেখিকার ভূমিকায়। আলিয়া ছোটদের জন্য নিজের লেখা ছবির বই প্রকাশ করেছেন। আলিয়া বলেছেন যে তিনি ভবিষ্যতে জন্য বই-এর একটা পুরো সিরিজ তৈরি করতে চান। রবিবার আলিয়া ছোটদের জন্য পোশাক ব্র্যান্ড 'এড-আ-মাম্মা'র অধীনেই শিশুদের ছবির বই প্রকাশ করেছেন। যেটির নাম নাম ‘এড ফাইন্ডস এ হোম’।
নতুন মাইলফলক
আলিয়া তাঁর প্রকাশ করা নতুন বই প্রকাশের ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশানে লিখেছেন, ‘একটা নতুন অ্যাডভেঞ্চার শুরু (সূর্য ইমোজি) এড একটা বাড়ি খুঁজে পেয়েছে। এটা এড-এ-মাম্মার মহাবিশ্ব থেকে বইয়ের একটা নতুন সিরিজের সূচনা মাত্র।’আলিয়া আরও লিখেছেন, ‘আমার শৈশবেও অনেক গল্প রয়েছে, সেই শৈশবে অনেক গল্পকার রয়েছেন। আমার স্বপ্ন ছিল যে আমার মধ্যে থেকে সেই শিশুটিকে বের করে আনা। শিশুদের জন্য বই প্রকাশ করা।’
"আমার শৈশব গল্প বলা এবং গল্পকারদের দ্বারা পূর্ণ ছিল .. এবং একদিন আমার স্বপ্ন ছিল যে আমার মধ্যে সেই শিশুটিকে বের করে আনা এবং বাচ্চাদের জন্য বই আকারে প্রকাশ করব ... । আমি আমার সহকর্মী গল্পকার, বিবেক কামাথ, শবনম মিনওয়ালা এবং তনভি ভাটের কাছে কৃতজ্ঞ, যাঁরা তাঁদের দুর্দান্ত ভাবনা, কল্পনা দিয়ে আমাদের প্রথম বইটিকে প্রাণবন্ত করতে সহায়তা করেছিল। সামনের এই যাত্রার জন্য ফিঙ্গারস ক্রস।'
এদিকে এদিনই আলিয়া তাঁর 'প্রিয় গল্পকার' নিজের দাদুকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন। ছোটবেলার অদেখা ছবি শেয়ার করে তাঁর 'নানা' (মায়ের বাবা)কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। আলিয়া লেখেন আমার প্রিয় গল্পকার... শুভ জন্মদিন দাদা, তুমি এবং তোমার গল্প আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।'
রবিবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড ড্রাইভে অনুষ্ঠিত শিশুদের সাহিত্য উৎসব স্টোরি ভার্সে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি। এদিকে সিনেমার ক্ষেত্রে আলিয়াকে খুব শীঘ্রই ‘জিগরা’, সঞ্জয় লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার' এবং 'ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স' ছবিতে দেখা যাবে।