ভারতীয় তারকাদের একাংশ সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় না আনার প্রয়াস চালাচ্ছেন গত কয়েকবছর ধরে। আর এই কাজে তাঁরা মিডিয়া-পাপারাজ্জিদের কাছে অনুরোধও রাখছেন। যেই তালিকায় রয়েছেন বিরাট কহলি-অনুষ্কা শর্মা, সোনম কাপুর-আনন্দ আহুজা, নেহা ধুপিয়া-অঙ্গদ বেদিরা। সদ্য মা-বাবা হওয়া আলিয়া আর রণবীরও হেঁটেছেন সেই পথে। কন্যা সন্তান রাহা হওয়ার খবর ও তাঁর টুকটাক ছবি সোশ্যাল মিডিয়াতে দিলেও মুখ দেখাননি। এমনকী, মেয়ে হওয়ার পর পাপারাজ্জিদের ডেকে এনে রাহার ফোটো দেখান। মিষ্টির বাক্স দেন। এবং মেয়ের ফোটো এবং ভিডিয়ো যাতে সাংবাদিকরা না তোলেন সে নিয়েও অনুরোধ রাখেন।
বর্তমানে এই তারকা সন্তানদের ছবি বা ভিডিয়ো সামনে আনা হয় স্টিকারের সঙ্গে। রবিবার সোশ্যাল মিডিয়ায় এক পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে রাহা ও আলিয়ার একটা মিষ্টি ভিডিয়ো শেয়ার করা হল। যেখানে মা আর মেয়ে পোশাকে টুইনিং করেছে। মেয়েকে কোলে নিয়ে পিসি করিনার বাড়িতে চলেছেন আলিয়া। আর সেই ভিডিয়োতেই এক ঝলক দেখা গেল রাহাকে। যদিও মুখ স্পষ্ট নয়। কারণ মুখে মারা আছে স্টিকার। আলিয়া ও রাহার সঙ্গে দেখা গেল তাঁদের ন্যানিকেও। আরও পড়ুন: ‘চার জঙ্গিই কেন মুসলিম’? নাসিরুদ্দিনের প্রশ্ন আ ওয়েডনেসডে পরিচালককে! এসছিল জবাবও
প্রায় বছর পাঁচেক প্রেমের পর ২০২২-এর ১৪ এপ্রিল মাসে রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আলিয়া ভাট। এরপর জুন মাস নাগাদ দেন সন্তান সম্ভবা হওয়ার খবর। ৬ নভেম্বর ২০২২-এ জন্ম হয় রাহা কাপুরের।
রাহা ও আলিয়ার ভাইরাল হওয়া এই এই ভিডিয়োটির কমেন্ট সেকশনে মিশ্র প্রতিক্রিয়া। একজন লিখলেন, ‘এই সেলেব্রিটিরা বাচ্চাদের মুখ কেন দেখায় না বুধতে পারি না।’ আরেকজন লিখলেন, ‘লুকিয়ে রাখছো তো দেখাচ্ছো কেন?’ তৃতীয়জন লিখেছেন, ‘বাচ্চাকে লুকনোর হলে বাইরে কেন আনা। রাস্তাতেও কি সব লোককে চোখ বন্ধ করে রাখতে বলে নাকি এরা?’ চতুর্থজন লিখলেন, ‘আমি রাহাকে দেখতে চাই…’
কেউ কেউ আবার আলিয়া ও রণবীরের পক্ষ নিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘আমার মনে হয় এটুকু গোপনীয়তা কেউ চাইতেই পারে। আর সেই সম্মানটা আমাদের দেওয়াই উচিত। এভাবে গাছের ফাঁক থেকে লুকিয়ে ক্যামেরা করা খুব বাজে।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)