বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir-Alia: ‘আলিয়া স্ত্রীর থেকেও বেশি ভালো মা’, রণবীরের মন্তব্যে কি আবার নতুন বিতর্ক

Ranbir-Alia: ‘আলিয়া স্ত্রীর থেকেও বেশি ভালো মা’, রণবীরের মন্তব্যে কি আবার নতুন বিতর্ক

আলিয়া-রণবীর

রণবীর বলেন, ‘অনেকই হয়ত জানবেন না, বিশেষ করে যাঁদের বাড়িতে সদ্যোজাত শিশু নেই তাঁরা জানবেন না। একটি শিশুর জন্মের পর বেশ কয়েকমাস শিশুর খাওয়ার পর অন্তত দু'বার ঢেকুর তোলাতে হয়। আর এটার একটা কৌশল রয়েছে, আর আমি সেটা আয়ত্ত করেছি।’

সম্প্রতি মুক্তি পেয়েছে 'তু ঝুটি ম্যায় মক্কার'। আপাতত ছবির প্রচারেই বেজায় ব্যস্ত রণবীর কাপুর। তবে প্রচারে গিয়ে ছবির থেকে বেশি উঠে আসছে রণবীর-আলিয়ার মেয়ে রাহা, আর নতুন বাবা-মা হিসাবে তাঁদের জীবনের নানান টুকিটাকি। সকলেই রাহার কথা জানতে চান। রণবীরও হাসি মুখেই রাহা-কে নিয়ে কথা বলছেন। বাবা হিসাবে তিনি কেমন? এমন প্রশ্ন শুনলে রণবীরের মুখে ফুটে উঠছে চওড়া হাসি। উত্তরে নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছেন। বাবা হিসাবে একপ্রকার নিজেকে একশোয় একশো দিয়ে বসছেন। কিন্তু আলিয়া? তিনি বেশি ভালো মা নাকি বেশি স্ত্রী? এর উত্তরও দিয়েছেন রণবীর।

রণবীর কাপুরের কথায়, ‘আলিয়া স্ত্রী এবং মা দুই ক্ষেত্রেই ১ নম্বর। তবে আলিয়া যেভাবে নিজের হাতে মেয়ের দেখভাল করেন, তাতে তিনি ভালো স্ত্রীর থেকেও বেশি ভালো মা।’ রণবীরের কথায়, আলিয়া এখন অনেক পরিণত। এদিকে বাবা হিসাবে নিজের দায়িত্ব পালনের কথা বলতে গিয়ে রণবীর বলেন, তিনি রাহার খাওয়া হয়ে গেলে ঢেকুর তোলান, আবার ওঁর ন্যাপিও চেঞ্জ করে দেন।

রণবীর বলেন, ‘অনেকই হয়ত জানবেন না, বিশেষ করে যাঁদের বাড়িতে সদ্যোজাত শিশু নেই তাঁরা জানবেন না। একটি শিশুর জন্মের পর বেশ কয়েকমাস শিশুর খাওয়ার পর অন্তত দু'বার ঢেকুর তোলাতে হয়। আর এটার একটা কৌশল রয়েছে, আর আমি সেটা আয়ত্ত করেছি।’

এদিকে, আলিয়াকে ভালো মা বললেও  মেয়ে রাহা আলিয়ার মতো হোক, সেটা  একেবারেই চান না রণবীর। সম্প্রতি রণবীর আরও এক সাক্ষাৎকারে বলেন, রাহা আলিয়ার মতো সুন্দরী হোক, কিন্তু ওঁর মতো চরিত্র যেন না পায়। রণবীরের কথায়, ‘আলিয়া প্রাণবন্ত এবং তীব্র ব্যক্তিত্বের অধিকারী। বাড়িতে আরও একজন মেয়ে ওঁর মতো হলে আমার পক্ষে সামলানো কঠিন। তার থেকে ও আমার মতো শান্ত হোক। ’

রাহার জন্মের পরপরই রণবীর মেয়ের দায়িত্ব মায়ের সঙ্গে সমানভাবে ভাগ করে নিতে চান বলে জানিয়েছিলেন। বলেন, ‘আলিয়া শ্যুটিংয়ে গেলে মেয়ের দায়িত্ব আমার, আবার আমি শ্যুটে থাকলে মেয়েকে মা দেখবে। আমি ভালো বাবা হতে চাই।’ প্রসঙ্গত, বিয়ের পর থেকে আলিয়াকেও তাঁর কেরিয়ারে স্বাধীনভাবেই এগিয়ে যেতে দিয়েছেন রণবীর। অন্তঃসত্ত্বা হওয়ার পরও আলিয়া লন্ডনে গিয়ে হলিউডের ছবির শ্যুট করেছেন। এখনও তিনি কাশ্মীরে শ্যুটিংয়ের জন্যই রয়েছেন। 

 

বন্ধ করুন