আগামী ১১ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ। দীর্ঘদিনের বন্ধু তথা প্রেমিক জর্জ গ্রেগোয়ালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। মেহেন্দি থেকে হলদি, একের পর এক অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে অনুরাগের নিজস্ব বাসভবনে।
আরও পড়ুন: হিন্দির পাশাপাশি টলিউডেও কাজ করতে চান ইমতিয়াজ? বললেন, 'ওটার জন্য আমায়...'
প্রি ওয়েডিং থেকে শুরু করে মেহেন্দি, সবকিছুতেই রয়েছে অভিনবত্ব। একদিকে যেমন প্রি ওয়েডিং পার্টিতে একেবারে বাঙালি জামাই সেজেছিলেন শেন, তেমন অন্যদিকে মেহেন্দিতে একে অপরের নাম না লিখে আলিয়া এবং শেন লিখেছেন নিজেদের প্রিয় পোষ্যের নাম।
হলদি অনুষ্ঠানের বেশ কিছু ছবি আগেই পোস্ট করেছিলেন অনুরাগ। তবে এবার গায়ে হলুদের একটি স্পেশাল ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, হলুদ পোশাক পরে একে অপরকে জড়িয়ে ধরে বসে রয়েছেন হবু দম্পতি। সারা গায়ে ফুলের পাপড়ি। ক্যামেরার সামনে পোজ দিতে দিতে হঠাৎ করেই একে অপরকে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিলেন হবু স্বামী স্ত্রী। সেই চুম্বনের দৃশ্য ক্যামেরা বন্দী হয়ে গেল মুহূর্তে।
তবে শুধু হলদি অনুষ্ঠানের এই একটি ভিডিয়ো নয়, আরও বেশ কিছু ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা পোস্ট করেছেন করিমা বেরি। আলিয়ার বিশেষ বন্ধু তথা কন্টেন্ট ক্রিয়েটার করিমা বেরি বন্ধুর গায়ে হলুদের বিশেষ কিছু মুহূর্তের ছবি এবং ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, হলদি মোবারক।
এ তো গেল হলদির কথা, পার্টি তো আভি বাকি হে। সোমবার ৯ ডিসেম্বর রাতে একটি বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত থাকতে দেখা যায় আলিয়ার বিশেষ বন্ধু খুশি কাপুরকে। এই ককটেল পার্টির জন্য খুশির আউটফিট চোখে পড়ার মতো।
আরও পড়ুন: ডিভোর্সের বছর ঘুরতেই নতুন জীবনসঙ্গী খুঁজছেন জিতু? কী কী গুণ থাকতে হবে সঙ্গীর?
পার্টিতে গোল্ডেন লেহেঙ্গায় দুর্দান্ত দেখতে লাগছে খুশিকে। বন্ধুর এই বিশেষ দিনগুলিতে নিজেকে একেবারে অন্যরকম ভাবে সাজিয়ে তোলার জন্য এই আয়োজন যে বেশ অনেকদিনের তা বোঝাই যাচ্ছে খুশিকে দেখে।