Alia-Ranabir: রাহার জন্মের পর থেকে আলিয়া ও রণবীরের মুখে প্রায়ই শোনা যায় তাদের মেয়েকে নিয়ে নানা মজার কথা। এমনই এক মজার অভিজ্ঞতা এবার ফের শোনা গেল আলিয়ার মুখে, করিনা কাপুরের শো-তে। করিনার ‘হোয়াট উম্যান ওয়ান্ট’ শো-তে সম্প্রতি এসেছিলেন আলিয়া। সেখানেই নিজেদের পেরেন্টিংয়ের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। আলিয়া বলেন, রণবীর যখন বাড়ি থাকেন, তখন তাঁর কাছেই থাকে মেয়ে। মেয়েকে সামলানোর সব দায়িত্ব তখন রণবীরের। অন্যদিকে আলিয়া সেই সময় রাহার বিভিন্ন জিনিস ‘ম্যানেজ’-র দায়িত্বে থাকেন। অভিনেত্রীর কথায়, ‘আমি ওই সময়টা রাহার অন্যান্য কাজগুলো সেরে ফেলি, রণবীর ওর সঙ্গে খেলে।’
আরও পড়ুন - ওরির উদ্ভট পোশাক দেখে চিলচিৎকার কুকুরদের! বন্ধুর অবস্থায় হেসে কুটোপুটি জাহ্নবী
করিনাও শেয়ার করলেন নিজের অভিজ্ঞতা
প্রসঙ্গত, করিনা কাপুর নিজেও দুই সন্তানের মা। জাহাঙ্গির ও তৈমুরের মা-ও এদিন তাঁর অভিজ্ঞতার কথা সেই প্রসঙ্গে শেয়ার করেন। আলিয়ার কথার উত্তরে তিনি বলেন, বাচ্চার অন্যান্য কাজগুলো তুলনায় সহজ। যেমন ধরা যাক, কাউকে বলতে হল, এটা করো, খাবার খেয়ে নাও, এটা সেটা…। করিনার কথায়, সহজ বলে আলিয়ার মতো তিনিও একসময় এই এগুলোর দায়িত্ব সামলেছেন। তাঁর কথায়, সইফ আর তিনি একইভাবে সামলাতেন তাদের ছেলেকে।
তবে এই দিন যে শুধু নিজেদের দায়িত্ব নিয়ে কথা হয়েছে দুজনের তাও নয়। এর পাশাপাশি বাচ্চার বাবা কীভাবে বাচ্চাদের সঙ্গে সময় কাটায়, সেই নিয়েও দুজন কথা বলেন। বাবারা বেশিরভাগ সময়েই বাচ্চার সঙ্গে খেলাধুলোয় মেতে থাকেন। করিনার এই কথার সঙ্গে সহমত পোষণ করেন আলিয়াও।
আরও পড়ুন - বক্স অফিসেও ব্যাঙ্ক ডাকাতি! ১০ কোটির গণ্ডি টপকাল শিবপ্রসাদ-আবিরের বহুরূপী
রণবীরের বোনের কথায়…
প্রসঙ্গত, রণবীর কাপুরের বোন রিদ্ধিমা কাপুর সম্প্রতি বলিউডে ডেবিউ করেছেন একটি ওয়েব সিরিজের মাধ্যমে। তিনিও একটি শো-তে নিজের দাদার বাচ্চা সামলানোর ব্যাপারে কিছু অভিজ্ঞতা শেয়ার করেন। ‘ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’-র অভিনেত্রী হটারফ্লাই শো-তে এসে বলেছিলেন, ‘আলিয়া যখন কাজ করেন, তখন রণবীর বাচ্চা সামলান। আর স্বাভাবিকভাবেই নিজের সন্তান বলে কথা, ফলে ছোট্ট রাহাকে দেখলেই চোখ আনন্দে ভরে ওঠে রণবীরের।’ বাবা-মা হিসেবে রণবীর ও আলিয়ার প্রশংসাও করেন রিদ্ধিমা।