মা হওয়ার পর ফের বড় পর্দায় আলিয়া ভাট। ইতিমধ্যেই আলিয়ার নতুন সিনেমা ‘জিগরা’- এর প্রমো মুক্তি পেয়েছে। নতুন রূপে, নতুন ভাবে আলিয়াকে দেখা যাবে এই সিনেমায়। কিন্তু আলিয়ার রূপ নতুন হলেও সিনেমার গল্পটি কী একেবারেই নতুন? ইতিমধ্যেই আলিয়ার নতুন সিনেমার সঙ্গে ইতিমধ্যেই ৯০ দশকের ‘গুমরাহ’ সিনেমার গল্পের মিল পেয়েছেন অনেকেই।
আলিয়ার আসন্ন সিনেমা ‘জিগরা’ হতে চলেছে একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। ভাসান বালা পরিচালিত এই সিনেমায় বেদাং রায়নার সঙ্গে অভিনয় করবেন আলিয়া। তবে প্রেমিক-প্রেমিকা নয়, বেদাংয়ের বোনের চরিত্রে অভিনয় করবেন আলিয়া। ধর্ম প্রোডাকশন এবং ইটারনাল সানসাইন প্রোডাকশনের অধীনে সিনেমাটি প্রযোজনা করেছেন করন জোহর, অপূর্ব মেহতা, শাহিন ভাট, আলিয়া ভাট এবং সৌমেন মিশ্র।
(আরও পড়ুন: লম্বা মানুষের শরীরে ক্যানসার বাসা বাঁধে সহজে, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য)
‘জিগরা’ সিনেমাটির ট্রেলার লঞ্চ হতে না হতেই অনেকেই এই গল্পটির মধ্যে ৯০ দশকের ‘গুমরাহ’ সিনেমার মিল পেয়েছেন। সঞ্জয় দত্ত, রাহুল রায় এবং শ্রীদেবী অভিনীত ‘গুমরাহ’ সিনেমায় যেভাবে শ্রীদেবীকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন সঞ্জয়, ‘জিগরা’ সিনেমায় দেখা যাচ্ছে, আলিয়া ভাইকে ঠিক একইভাবে উদ্ধার করে নিয়ে আসছেন।
‘গুমরাহ’ সিনেমায় দেখানো হয়েছিল, বিপদে থাকা শ্রীদেবীকে কীভাবে উদ্ধার করেছিলেন সঞ্জয় দত্ত। প্রেমিকাকে নিঃস্বার্থ ভালোবেসে নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন সঞ্জয়। ঠিক একইভাবে আলিয়াকেও দেখা গেল নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভাইকে উদ্ধার করতে। তফাৎটা শুধু এটাই, ‘গুমরাহ’ সিনেমায় একজন প্রেমিক তাঁর প্রেমিকাকে উদ্ধার করেছিলেন এবং এই সিনেমায় একজন বোন তাঁর ভাইকে উদ্ধার করেছে বিপদ থেকে।
বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুযায়ী, ‘জিগরা’ এবং ‘গুমরাহ’ সিনেমার মধ্যে গল্প ছাড়াও আরও একটি মিল রয়েছে সেটি হল ‘গুমরাহ’ সিনেমাটির পরিচালক ছিলেন মহেশ ভাট, অন্যদিকে ‘জিগরা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন মহেশ ভাটের কন্যা আলিয়া ভাট। আরও মজার ব্যাপার হলো, ‘গুমরাহ’ সিনেমায় আলিয়ার মা সোনি রাজদান অভিনয় করেছিলেন, অন্যদিকে ‘জিগরা’-তে অভিনয় করতে দেখা যাবে আলিয়াকে।
(আরও পড়ুন: বাজ পড়ে প্রাণ হারিয়েছেন ৮৭ শতাংশ, ভারতে বজ্রপাতে মৃত্যুর প্রবণতা বাড়ছে)
প্রসঙ্গত, এই সিনেমাটি আলিয়ার দ্বিতীয় সিনেমা হতে চলেছে ধর্মা প্রোডাকশনের অধীনে। এর আগে এই প্রোডাকশনের অধীনে ২০২২ সালে ‘ডার্লিং’ সিনেমায় অসাধারণ অভিনয় করেছিলেন আলিয়া। এবার ‘জিগরা’-তে একেবারে নতুন রূপে ধরা দেবেন আলিয়া। সিনেমাটি আগামী ১১ অক্টোবর সারা দেশ জুড়ে মুক্তি পাবে বড়পর্দায়।