স্ত্রীর দায়ের কথা গার্হস্থ্য হিংসা মামলায় সোমবার বড় ধাক্কা খেলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয় ক্রিকেট তারকাকে প্রতি মাসে স্ত্রী হাসিন জাহানের (Hasin Jahan) খরচ বাবদ ৫০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিল আলিপুর জেলা ও দায়রা আদালত। কিন্তু এই রায়ে মোটেই খুশি নন হাসিন। তাই জয়ে পেয়েও মুখে হাসি নেই তাঁর, আসলে শামির কাছ থেকে মাসপ্রতি খোরপোষ বাবদ ১০ লক্ষ টাকা (মাস প্রতি) দাবি করেছিলেন হাসিন। সেই দাবি পূরণ না হওয়ার জেরেই উচ্চ আদালতের দরজায় কড়া নাড়তে চলেছেন হাসিন জাহান,জানিয়েছেন তাঁর আইনজীবী।
গার্হস্থ্য হিংসার অভিযোগে ২০১৮ সালে ভারতীয় দলের তারকা পেসারের বিরুদ্ধে মামলা দায়ের করেন হাসিন। এই মামলা চলাকালীন আদালত আগেই জানিয়েছিল মেয়ের খোরপোষ বাবদ প্রতি মাসে ৮০ হাজার টাকা দিতে হবে শামিকে। সুতরাং এবার থেকে ভারতীয় পেসারের থেকে মাসে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা পাবেন হাসিন।
চলতি মাসের ১৮ তারিখেই এই মামলার শুনানি শেষ হয় বিচারক অনিন্দিতা গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সোমবার মামলার রায়দানের সময় বিচারক অনিন্দিতা গঙ্গোপাধ্যায় শামিকে তাঁর বিচ্ছিন্না স্ত্রীকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ৫০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি বিচারক আরও জানান, ২০১৮ সালের মার্চ মাসে মামলা রুজু হওয়ার সময় থেকেই এই নির্দেশ কার্যকর হবে। সুতরাং বকেয়া অর্থ (২৮,৫০০০) মিটিয়ে দিতে হবে শামিকে।
আদালতে হাসিনের আইনজীবী মৃগাঙ্ক মিস্ত্রি জানিয়েছিলেন, আয়কর দফতরের রেকর্ড অনুযায়ী, ২০২০-’২১ সালের অর্থবর্ষে মহম্মদ শামির আয় ছিল ৭ কোটি ১৯ লক্ষের বেশি টাকা। তাই ফি-মাসে শামির পক্ষে স্ত্রী-মেয়ের খরচ বাবদ ১০ লক্ষ টাকা দেওয়াটা কোনও সমস্যার কথা নয়। অন্যদিকে শামির আইনজীবী যুক্তি দেখিয়েছিলেন হাসিন মডেলিং পেশার সঙ্গে যুক্ত, সুতরাং তাঁর আর্থিক সহায়তার কোনও প্রয়োজন নেই।
হাসিনের আইনজীবী এদিন রায়দানের পর জানান, ‘প্রতি মাসে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া শামির পক্ষে সম্ভব। তা সত্ত্বেও এই অঙ্কের আর্থিক সহায়তার দাবি মানেনি আদালত, আমরা উচ্চ আদালতে যাব’।
আরও পড়ুন-শ্রাবন্তী অতীত! এনগেজমেন্ট সারলেন নায়িকার প্রাক্তন স্বামী, নতুন ইনিংস কৃষাণের
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)