‘বান্টি অর বাবলি’-র কাজরা রে গানটি এত বছর পরেও পার্টি থেকে শুরু করে পুজো মণ্ডপ, ডিজেদের পছন্দের তালিকায় থাকে পয়লা সারিতে। যা গেয়েছিলেন আলিশা চিনয়, এবং শোনা গিয়েছিল ঐশ্বর্যর লিপে। তবে গানটি ঘিরে বিতর্কও শিরোনামে উঠেছিল, আলিশা চিনয় এবং যশরাজ ফিল্মসের মধ্যে বিরোধের খবরও প্রকাশিত হয়েছিল। এমন খবর ছিল যে YRF গানটির জন্য আলিশাকে খুব কম পারিশ্রমিক দিয়েছিল, যা তিনি ফিরিয়ে দিয়েছিলেন।
আলিশা চিনয় সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। ‘একজন গায়কের মূল্য নেই?’, বলেন তিনি জুমকে। যশরাজ ফিল্মসের সঙ্গে গানটি ঘিরে বিতর্ক নিয়েও আলোচনা করেন।
‘আমার সাফল্যের পরেও, তারা আমাকে খুব কম পারিশ্রমিক দিয়েছিল। কাজরা রে নিয়ে অনেক হইচই হয়েছিল, কারণ আমি খুব রেগে গিয়েছিলাম। আমি সত্যিই আহত এবং বিরক্ত ছিলাম। আমি ভাবছিলাম যে একজন গায়কের কি তাদের কাছে কোনও মূল্য নেই। আমি তখন একটি বড় নাম ছিলাম। আমার মেড ইন ইন্ডিয়া গান ছিল।’
এর আগে খবর ছিল যে ‘কাজরা রে’ গানটির জন্য আলিশাকে ১৫,০০০ টাকা দেওয়া হয়েছিল। তিনি বলেছিলেন যে, YRF-এর মতো বড় প্রযোজনা সংস্থা থেকে তিনি এত কম টাকা আশা করেননি বলে চেকটি দেখে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। আলিশা বলেন, ‘আমি জানতাম এটি যশরাজ, তাই আমি ভেবেছিলাম ঠিকঠাক টাকা দেবে। তাই যখন চেকটি আসে আমি হতবাক হয়ে যাই। তাই আমি চেকটা গ্রহণই করিনি। তারা বারবার পাঠাত। আমার তখন আসলে বয়স কম ছিল এবং সত্যি বলতে, আমি পলিটিক্যালি কারেক্টও ছিলাম না। আমি যা অনুভব করেছিলাম, তাই বলেছিলাম এবং আমার রাগ প্রকাশ করেছিলাম। এটাই ভুল হয়েছে।’