বাংলা ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ তিনি। ছোট পর্দা থেকে ওয়েব মাধ্যম, বড় পর্দা সর্বত্রই দাপটের সঙ্গে অভিনয় করেছেন। এদিনও শ্যুটিং ফ্লোরেই ছিলেন। শ্যুটিং চলাকালীনই সেটে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী অলিভিয়া সরকার। তাঁকে বাধ্য হয়ে যেতে হয়েছিল হাসপাতালে। কী হয়েছে তাঁর?
আরও পড়ুন: 'পরিচালকরা কেন আমার কথা ভাবেন না জানি না', দীর্ঘদিন পর পর্দায় ফিরে ক্ষোভ উগরে দিলেন বাবুল
কী হয়েছে অলিভিয়া সরকারের?
জানা গিয়েছে শ্যুটিং চলাকালীন আচমকাই বমি শুরু হয় অলিভিয়ার। অবস্থা বাড়াবাড়ি হতেই তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। জানা গিয়েছে ফুড পয়জনিং হয়েছে তাঁর।
এই বিষয়ে অভিনেত্রী আনন্দবাজারকে জানিয়েছেন, 'বমি কিছুতেই থামছিল না, ওষুধ খাওয়ার পরও। তখনই বুঝি যে ফুড পয়জনিং হয়েছে। ইউনিটের সবাই খুব চিন্তায় পড়ে গিয়েছিল। আমি নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে গিয়েছি। স্যালাইন নিতে হয়েছে।' অভিনেত্রী গাড়ি চালালেও তাঁর সঙ্গে তাঁর এক পরিচিত ব্যক্তি সঙ্গে ছিলেন বলেও তিনি এদিন জানান। বাঘাযতীন এলাকার একটি হাসপাতালে গিয়েছিলেন তিনি।
এদিন বিকেলে হাসপাতালে যান, তারপর মঙ্গলবার প্রায় রাত ২ টো নাগাদ তিনি বাড়ি ফেরেন হাসপাতাল থেকে। জানা গিয়েছে অভিনেত্রীকে চিকিৎসকরা বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। দুদিন বিশ্রাম নিয়ে আগামী বৃহস্পতিবার থেকে তিনি আবার শ্যুটিং শুরু করবেন বলেই জানা গিয়েছে। তবে তাঁর এই হঠাৎ অসুস্থতার কারণে দুটো দৃশ্যের শ্যুটিং বাতিল হওয়ায় মন খারাপ অভিনেত্রীর। তাঁর কথায়, 'খুব গুরুত্বপূর্ণ দুটো দৃশ্যের শ্যুটিং ছিল। সেই দুটো দৃশ্যের শ্যুটিং বাতিল করতে হল বলে খারাপ লাগছে। আমি কৃতজ্ঞ আমার ইউনিটের কাছে যে এই সমস্যায় তাঁরা আমার পাশে ছিলেন।'
তিনি এদিন তাঁর হাতে স্যালাইনের চ্যানেলের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করে লেখেন, 'পরিকল্পনা ছিল সারা রাত ধরে শ্যুটিং করার। কিন্তু শেষ হল এখানে।'

আরও পড়ুন: দেবলীনার সঙ্গে হয়নি ডিভোর্স, জীবনের নতুন 'আলো'র সঙ্গে আলাপ করানোর পর এবার কী করলেন তথাগত?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, অলিভিয়া সরকার বর্তমানে রাপ্পা রাও অ্যান্ড ফুলস্টপ ডট কম ছবির শ্যুটিং করছেন। এই ছবির শ্যুটিং সেটেই অসুস্থ হয়ে পড়েন তিনি। টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতেই শ্যুটিং চলছিল। এই ছবির কাজ শেষ করে অভিনেত্রী শুরু করবেন বৃত্ত রহস্য নামক আরও একটি ছবির শ্যুটিং।