বহুদিন ধরেই তিনি যুক্ত অভিনয় জগতের সঙ্গে। মেগা দিয়ে কাজ শুরু করলেও পরে 'মন্টু পাইলট', 'বোকা বাক্সতে বন্দি'-সহ একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন, সঙ্গে বড়পর্দাতেও ধরা দিয়েছেন অলিভিয়া সরকার। আর এবার আবার তিনি ফিরছেন ছোট পর্দায়। তাঁর সৌন্দর্যেও মুগ্ধ অভিনেত্রীর অনুরাগীরা। কিন্তু এত ফ্যান ফলোয়ার থাকার পরও কেন এখনও সাত পাকে বাঁধা পড়েননি অভিনেত্রী অলিভিয়া সরকার? এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন অভিনেত্রী। প্রেম নাকি দেখেশুনে বিয়ে.. কোন পন্থায় বিশ্বাসী নায়িকা? তা জানালেন নিজের মুখেই।
জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'মালাবদল'। এই ধারাবাহিকে একটি অতন্ত্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অলিভিয়াকে। আর সেই মেগার প্রচারেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অলিভিয়া। কী রকম মনের মানুষ পছন্দ নায়িকার? কী ভাবে এন্ট্রি নেবেন তিনি অলিভিয়ার জীবনে? প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আসলে আমি একটু ফিল্মি মানুষ। হিরোর মতো করে জীবনে কেউ এখনও আসেনি। তাই মালাবদলটাও হয়নি।' কেমন পাত্র চাই তাঁর? অভিনেত্রীর মতে, 'ভীষণ রোম্যান্টিক হতে হবে। কারণ আমি নিজের ভীষণ রোম্যান্টিক। আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হিরোর মধ্যে একটু শিরদাঁড়া নাহলে কী চলে? একটু স্ট্রং হতে হবে।' কিন্তু ঘটক যদি সম্বন্ধ আনেন অলিভিয়ার কাছে? এর উত্তরে নায়িকা বলেন, 'ঘটক প্রচুর চেষ্টা করেছে। কিন্তু যাদের খুঁজে এনেছে তাঁদের মধ্যে নিজের হিরোকে খুঁজে পেলাম না।'
আরও পড়ুন: 'কাজটা করতে গিয়ে আমি খুব কষ্ট পেয়েছি…' বিজয়া নিয়ে যা জানালেন স্বস্তিকা
এরপরে ধারাবাহিক নিয়েও নানা কথা বলেন অভিনেত্রী। মেগায় ঘটক দিদিই নায়িকা। তাই অভিনেত্রীর থেকে জানতে চাওয়া হয়, তাঁর জন্য যদি ঘটক দিদি সম্বন্ধ খুঁজে আনে? হেসে নায়িকার উত্তর, 'তাহলে তো কোনও চিন্তাই নেই। আমিও আমার হিরোকে পেয়ে যাব। আর মালাবদল-টাও কনফার্ম।'
আরও পড়ুন: বলিউডের এই নায়ক ছাড়া আর কোনও হিরোর সিনেমা দেখেন না ইশা! কে তিনি জানেন?
নতুন যে ধারাবাহিকে ঘটকদিদির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋতু পাইনকে। মেগায় তাঁর নাম দিতিপ্রিয়া। তাঁর বিপরীতে নায়কের ভূমিকায় থাকবেন বিশ্বজিৎ। খেলনা বাড়ির পর তিনি আবার এই ধারাবাহিকের মুখ্যচরিত্রে ফিরছেন। এই ধারাবাহিকটির পরিচালক হলেন স্বর্ণেন্দু সমাদ্দার। ঋতুকে একজন ঘটক এবং বিশ্বজিৎকে একজন ডিভোর্স আইনজীবীর চরিত্রে দেখা যাবে।