বাংলা নিউজ > বায়োস্কোপ > Alka Yagnik: BTS-কে পিছনে ফেলেছেন, ২০২২-এ ইউটিউবে সবথেকে বেশি গান বেজেছে, বিশ্বরেকর্ড অলকার

Alka Yagnik: BTS-কে পিছনে ফেলেছেন, ২০২২-এ ইউটিউবে সবথেকে বেশি গান বেজেছে, বিশ্বরেকর্ড অলকার

বিটিএসকে পিছনে ফেলে বিশ্বরেকর্ড অলকা ইয়াগনিকের

Alka Yagnik beats BTS: কোরিয়ান ব্যান্ড বিটিএস-কে পিছনে ফেলে ২০২২ সালে বিশ্বব্যাপী ইউটিউবের সর্বাধিক স্ট্রিম করা শিল্পী হয়ে উঠেছেন অলকা। গত বছর অলকা ইয়াগনিকের গান বেজেছে ১৫.৩ বিলিয়ন বার। ৭.৯৫ বিলিয়ন বার বেজেছে BTS-এর গান।

ভারতীয় সঙ্গীতের জগতে তাঁর অসামান্য অবদান। তাঁর গলার মিষ্টি সুর, মন কেড়েছে আট থেকে আশির। সেই প্রতিভার নাম অলকা ইয়াগনিক। প্রায় তিন দশক ধরে ভারতীয় সঙ্গীতের জগতে সঙ্গে যুক্ত তিনি। এবার অলকার মুকুটে নতুন পালক। জনপ্রিয় গায়িকার হাতে বিশ্বরেকর্ড। 

২০২২ সালের হিসাবে ইউটিউবে ৫৬ বছর বয়সী এই গায়িকার গান সবথেকে বেশিবার বেজেছে। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর অলকা ইয়াগনিকের গান বেজেছে ১৫.৩ বিলিয়ন বার! অর্থাৎ প্রতিদিন গড়ে ৪২ মিলিয়ন বার বেজেছে তাঁর গান। এর ফলে ২০২২ সালের ‘মোস্ট স্ট্রিমড অ্যাক্ট অন ইউটিউব’ খেতাব পেয়েছেন অলকা।

কোরিয়ান ব্যান্ড বিটিএস-কে পিছনে ফেলে ২০২২ সালে বিশ্বব্যাপী ইউটিউবের সর্বাধিক স্ট্রিম করা শিল্পী হয়ে উঠেছেন অলকা। ওই বছর ৭.৯৫ বিলিয়ন বার বেজেছে BTS-এর গান। অন্যদিকে, সেরা পাঁচের বাকি তিনজনও ভারতীয়। তাঁরা হলেন উদিত নারায়ণ (১০.৮ বিলিয়ন), অরিজিৎ সিং (১০.৭ বিলিয়ন) ও কুমার শানু (৯.০৯ বিলিয়ন)। কুমার শানুর সঙ্গে অলকার বহু জনপ্রিয় গান রয়েছে।

আরও পড়ুন: ফের চালু হল, দেবের ‘প্রজাপতি’র সঙ্গে নতুন রূপে এল চন্দননগরের এই সিনেমা হল

চমক এখানেই শেষ নয়। গত তিন বছর ধরেই এই রেকর্ড নিজে ধরে রেখেছেন অলকা ইয়াগনিক। ২০২০ সালে তাঁর গান বেজেছিল ১৬.৬ বিলিয়ন বার। ২০২১ সালে সেটা ছিল ১৭ বিলিয়ন! গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিবেদনে অলকা ইয়াগনিককে বলিউডের সবচেয়ে আইকনিক কণ্ঠ বলা হয়েছে।

সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার হিসেবে অগুনতি বার ফিল্মফেয়ার পুরষ্কারে সম্মানিত হয়েছেন অলকা। তাঁকে বলা হয় 'কুইন অফ প্লে ব্য়াক সিঙ্গিং'। মাত্র ৬ বছর বয়েসে অল ইন্ডিয়া রেডিওতে গান গেয়ে কেরিয়ার শুরু করেন। এখনও পর্যন্ত ২০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন। 

উল্লেখ্য, কলকাতায় জন্ম গায়িকার। ১০ বছর বয়সে মায়ের হাত ধরে মুম্বই পাড়ি দেন ছোট্ট অলকা। সর্বাধিক সাফল্য পেয়েছেন হিন্দি সিনেমার গানে। তাঁর সবথেকে জনপ্রিয় গানগুলি মধ্যে হল- ‘লাল দোপাট্টা’, ‘দিল লাগা লিয়া’, ‘কাহো না পেয়ার হ্যায়’, ‘কাভি আলভিদা না কেহনা’ প্রমুখ। ১৯৮৯ সালে শিলং-এর ব্য়বসায়ী নীরজ কাপুরের সঙ্গে বিয়ে হয় অলকার। তাঁদের একটি মেয়েও আছে। মাঝে চার-পাঁচ বছরের জন্য় আলাদা থাকতেন, ফের একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা। 'ভয়েস অফ ইন্ডিয়া', 'সা রে গা মা পা লিটল চ্য়াম্প'-এর মত বিখ্য়াত রিয়ালিটি শো-এর বিচারকের আসনে দেখা গিয়েছে অলকাকে।

বায়োস্কোপ খবর

Latest News

কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.