স্টার জলসার দুই পরিচিত মুখ অর্ণব আর ইপ্সিতা। চলতি বছর ডিসেম্বর মাসে সামাজিকভাবে বিয়ের পর্ব সারার কথা ছিল এই জুটির, যদিও কাগজে কলমে তাঁরা ইতিমধ্যেই বিবাহিত। কিন্তু মাস কয়েক আগেই আমচকা ছন্দপতন। টেলিপাড়ায় জোর গুঞ্জন বিয়ে ভাঙছে ‘আলতা ফড়িং’-এর নায়কের। গত জানুয়ারি মাসে আইনি বিয়ের পর্ব সেরেছেন অর্ণব-ইপ্সিতা। সেই সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন দুজনে। মাঝেমধ্যেই পরস্পরের সঙ্গে রোম্যান্টিক ছবিও শেয়ার করতেন। তবে গত কয়েকদিনে অবনতি হয়েছে দুজনের সম্পর্কে। সেই নিয়ে ফিসফিসানিও কম নেই টেলিপাড়ায়। এর মাঝেই ব্যক্তিগত কারণ দেখিয়ে ‘আলতা ফড়িং’ থেকে বিরতি নিয়েছেন অর্ণব।
এর মাঝেই বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে এক সংবাদমাধ্যমকে ইপ্সিতা জানান, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে এই মুহূর্তে কিছুই বলতে চাইছি না। কিছু জানানোর হলে স্বেচ্ছায় সময় মতো জানাবো।’ অন্যদিকে অর্ণব, তিনি কী বলছেন? এক ইউটিউব চ্যানেলকে স্টার জলসার এই নায়ক বলেন, ‘আপতত আলাদা রয়েছি’। এর চেয়ে বেশি কিছু বলতে চাননি তিনি। তবে আশার কথা, ইনস্টাগ্রামে এখনও পরস্পরকে ফলো করেন তাঁরা, বিয়ের ছবি থেকে শুরু করে একসঙ্গে কাটানো মুহূর্তগুলো এখনও সাজানো রয়েছে ইপ্সিতার সোশ্যাল মিডিয়ায় দেওয়ালে। বিয়ের ছবি মুছলেও ইপ্সিতার সঙ্গে বেশ কিছু ছবি এখনও বর্তমান অর্ণবের ইনস্টায়। তাই ফ্যানেদের আশা সামায়িক দূরত্ব তৈরি হয়েছে দুজনের। খুব শীঘ্রই হয়ত নিজেদের মধ্যেকার ভুল বোঝাবুঝি নিজেরাই মিটিয়ে নেবেন তাঁরা।
এই মুহূর্তে 'ধূলোকণা' এবং 'এক্কাদোক্কা', ম্যাজিক মোমেন্টসের এই দুই ধারাবাহিকে দেখা যাচ্ছে ইপ্সিতাকে। পাশাপাশি খুব শীঘ্রই বড় পর্দায় নায়িকা হিসাবে দেখা যাবে ইপ্সিতাকে। ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবিতে হিরোইনের ভূমিকায় থাকছেন তিনি, বিপরীতে ‘ভটভটি’ খ্যাত ঋষভ বসু।
আলতা ফড়িং থেকে সাময়িকভাবে সরে দাঁড়ানোর বিষয়ে অর্ণব জানিয়েছেন, ‘ব্যক্তিগত কারণে সিরিয়াল থেকে সরে এসেছি। আমাকে অন্য জায়গায় সময় দিতে হচ্ছে। ক্রাইসিসের মধ্যে রয়েছি। প্রযোজকের কাছে কৃতজ্ঞ, আমাকে সিরিয়াল থেকে অব্যাহতি দিয়েছে বলে’।
জি বাংলার ‘আলো-ছায়া' ধারাবাহিকে কাজ করতে গিয়ে আলাপ অর্ণব-ইপ্সিতার। ধারাবাহিকে আকাশ-এর চরিত্রে, অভিনেত্রী দেবাদৃতা বসুর বিপরীতে অভিনয় করেছিলেন অর্ণব। অন্যদিকে ধারাবাহিকে তাঁর বৌদির চরিত্রে অভিনয় করেছেন ঈপ্সিতা। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব গাঢ় হয়। এরপর প্রেম আর বিয়ে। এই টেলি জুটির সংসারে যাতে পাকাপাকি ভাঙন না ধরে, সেই প্রার্থনাই করছেন তাঁদের ভক্তরা।