বাংলা নিউজ > বায়োস্কোপ > Saif-Kareena: সইফ-করিনার দাম্পত্যে চিড়? বউয়ের নাম শরীর থেকে ‘ত্রিশূল’ দিয়ে মুছলেন পতৌদির নবাব!

Saif-Kareena: সইফ-করিনার দাম্পত্যে চিড়? বউয়ের নাম শরীর থেকে ‘ত্রিশূল’ দিয়ে মুছলেন পতৌদির নবাব!

সইফিনার ১২ বছরের দাম্পত্যে চিড়? করিনার নাম শরীর থেকে ‘ত্রিশূল’ দিয়ে মুছলেন সইফ!

Saif-Kareena: আচমকাই বউয়ের নাম শরীর থেকে হটিয়ে দিলেন সইফ আলি খান। তবে কি করিনার সুখী সংসারে বিচ্ছেদের কালো মেঘ? বি-টাউনে শুরু কানাঘুষো। 

ভালোবাসে সইফ আলি খানের হাত ধরেছিলেন করিনা কাপুর। সইফের ডিভোর্সি তকমা, দুই সন্তান কিংবা ইসলাম ধর্মাবলম্বী হওয়া, কোনওটাই বাধ সাধেনি এই সম্পর্কে। বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসাবেই ধরা হয় সইফিনাকে। দুই ছেলে তৈমুর ও জেহ-কে নিয়ে সুখী দাম্পত্য তাঁদের। কিন্তু আচমকাই বি-টাউনে কানাঘুষো সইফ-করিনাকে ঘিরে। 

নেপথ্যে সইফের হাতের ট্যাটু। এ কথা কারুর অজানা নয় নায়কের বাঁ হাতে বড় বড় হরফে করিনার নাম হিন্দিতে খোদাই করা ছিল। অথচ বউয়ের নাম লেখা সেই ট্যাটু নিজের শরীর থেকে মুছে ফেলেছেন সইফ। বা বলা ভালো সেই ট্যাটুটি ‘ত্রিশূল’ দিয়ে ঢেকে ফেলেছেন অভিনেতা। সম্প্রতি এয়ারপোর্টে লেন্সবন্দি হন সইফ। 

‘হাম তুম’ তারকা দেখা মিলল নীল রঙা টি-শার্ট এবং ডেনিমে। চোখে রোদচশমায় হ্যান্ডসাম লুকে সইফ আলি খান। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে নায়কের হাতের নতুন ট্যাটু। কেন হঠাৎ করে করিনার নাম ঢেকে ফেললেন সইফ? প্রশ্ন সবার মনে! সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সইফের নতুন ট্যাটুর ছবি। একজন নেটিজেন লেখেন, ‘বউয়ের নাম হঠাৎ করে মুছে ফেলার কারণটা ঠিক বুঝলাম না’। অপর একজন লেখেন, ‘কী ব্যাপার? সইফ কি সত্যিই বোবোর নাম মুছে ফেলল নাকি এটা কোনও ছবির চরিত্রের প্রয়োজনে নেওয়া লুক?’ 

এই মুহূর্তে জুনিয়র এনটিআরের সঙ্গে ‘দেবারা’র কাজ করছেন সইফ, একইসঙ্গে সিদ্ধার্থ আনন্দের ‘জুয়েল থিভ’ নিয়েও কথাবার্তা চলছে। ফ্যানেদের ধারণা, হয়ত এই দুই ছবির জন্যই হাতে ত্রিশূল ট্যাটু এঁকেছেন সইফ। তবে অভিনেতা এই নিয়ে এখনও মুখ খোলেননি। 

গত রবিবারই সোশ্যালে করিনা কাপুর এবং সইফ আলি খানকে রোম্যান্টিক অবতারে দেখা গিয়েছিল। মুম্বাইয়ের বাড়ির বাইরে প্রকাশ্য রাস্তায় পরস্পরে চুমু খেতে দেখা যায় দুজনকে। পাপারাৎজিরা ক্যামেরার সামনেই চলেছে ভালোবাসার বহিঃপ্রকাশ। 

এমন রোম্যান্টিক মুহূর্তই প্রমাণ দেয়, হয়ত বিশেষ কোনও কারণে সইফ করিনার নামটি মুছেছেন, এর সঙ্গে দুজনের সম্পর্কে অবনতির কোনও যোগ নেই।

২০১২ সালে বিয়ে করেন করিনা কাপুর ও সইফ আলি খান। এর আগে প্রায় ১২ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সইফ। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। সইফ-অমৃতার দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। সাইফ ও কারিনার দুই ছেলে তৈমুর আলি খান (জন্ম ২০১৬) ও জাহাঙ্গীর আলি খান (জন্ম ২০২১)।

করিনাকে সর্বশেষ দেখা গিয়েছিল 'ক্রু'তে। রাজেশ এ কৃষ্ণন পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন করিনা, টাবু ও কৃতি শ্যানন। শিগগিরই রোহিত শেঠির 'সিংঘম এগেইন' ছবিতে দেখা যাবে করিনাকে। 

বায়োস্কোপ খবর

Latest News

বন্যার্তদের পাশে জুনিয়র ডাক্তাররা, তুলে দেওয়া হচ্ছে খাবার-জল! ছবি দিলেন কিঞ্জল IND vs BAN 1st Test Day 3 Live: ভারত-বাংলাদেশ চেন্নাই টেস্টের ৩য় দিনের খেলা শুরু মোদীর US সফরের আগে ভারত সরকারের নামে সেদেশে মামলা পান্নুনের, পঞ্জাবে তৎপর NIA অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে হতে পারে স্মৃতিশক্তি নষ্ট, বলছে গবেষণা IND vs BAN: অফ-স্পিনে ৩৯ বার আউট! কোহলিকে রোগ সারানোর কড়া দাওয়াই শাস্ত্রীর মলদ্বীপকে ৮৩৪ কোটি টাকার 'স্বস্তি' ভারতের, সাহায্যে আপ্লুত মুইজ্জুর সরকার India Under-19 বনাম Australia Under-19 ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? মশাল মিছিলের রাতে হঠাৎ দুর্যোগ! আরজি কর নিয়ে অদম্য কলকাতা,‘যতই আসুক বৃষ্টি ঝড়…’ গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচন শ্রীলঙ্কায়, কেন দ্বীপরাষ্ট্রের ভোটে নজর ভারতের? 'অনেক ধাক্কা খেয়েছি, লাথি খেয়েছি…' মুখোশধারীদের নিয়ে মুখ খুললেন কৌশানী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.