এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চের তরফ থেকে নোটিস পাঠানো হয়েছে সেন্সর বোর্ডের কাছে। যেখানে নির্দেশ দেওয়া হয়েছে আদিপুরুষকে নিয়ে হওয়া জনস্বার্থ মামলার জবাব দিতে। ২১ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হওয়ার কথা।
প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি বিআর সিং-এর ডিভিশন বেঞ্চর তরফে কুলদীপ তিওয়ারির করা মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেয়। পিটিশনে দাবি করা হয়েছে যে ছবির প্রযোজকরা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে শংসাপত্র না নিয়েই সিনেমার প্রোমো প্রকাশ করেছেন, যা নিয়মের স্পষ্ট লঙ্ঘন।
পৌরাণিক চলচ্চিত্র ‘আদিপুরুষ’ মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন ওম রাউত এবং প্রযোজনা করেছেন টি-সিরিজ এবং রেট্রোফাইলস। হিন্দি এবং তেলেগু ভাষায় একইসঙ্গে হয়েছে ছবির কাজ। ছবিতে রাঘব চরিত্রে প্রভাস, জানকি চরিত্রে কৃতি শ্যানন এবং লঙ্কেশ চরিত্রে সাইফ আলি খান অভিনয় করেছেন। আরও পড়ুন: করোনায় অক্সিজেন সাপোর্টে ললিত, কমেন্ট করলেন চর্চিত প্রেমিকা সুস্মিতার ভাই
প্রথম থেকেই আদিপুরুষ নিয়ে উঠেছে নানা বিতর্ক। কখনও রাবণের মুখের দাড়ি, কখনও সীতার পোশাক সেই বিতর্কে ইন্ধন যুগিয়েছে। নিম্নমানের ভিএফএক্সের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে পরিচালক ওম রাউতকে। ১২ই জানুয়ারি ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পাঁচ মাস পিছিয়ে ১৬ই জুন করে দেওয়া হয়। আরও পড়ুন: পাঠান নিয়ে ভারতে উৎসবের মেজাজ! প্রথম দিনে ৫০ হাজার ভক্ত একসঙ্গে দেখবে শাহরুখকে
সেই সময় পরিচালক ওম টুইটারে লিখেছিলেন, ‘জয় শ্রী রাম! আদিপুরুষ একটা ছবি নয়, বরং প্রভু শ্রীরামের প্রতি এবং আমাদের সংস্কৃতি ও ইতিহাসের প্রতি আমাদের ভক্তি ও নিষ্ঠার একটা টুকরো ঝলক। দর্শকরা যাতে সেরা ভিস্য়ুয়াল অভিজ্ঞতা হলে বসে চাক্ষুস করতে পারেন, তার জন্য আমাদের আরও খানিকটা সময় দরকার এই ছবিটা নিয়ে’।
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যয়বহুল ছবি হিসাবে উল্লেখ করা হয়েছে এই ছবির নাম। বাজেট ছাড়িয়ে যাবে নাকি বাহুবলী, কেজিএফকে। তবে আইনি জটিলতায় ফের না ছবি মুক্তিতে বাধা আসে!