'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট' বিতর্কের সর্বশেষ ঘটনাবলী অনুসারে, সুপ্রিম কোর্ট সোমবার পডকাস্টার রণবীর এলাবাদিয়ার উপর হওয়া একাধিক এফআইআরকে একত্রিত করার যে আবেদন, তার শুনানির জন্য ১৮ ফেব্রুয়ারি দিনটিকে ঠিক করেছে। এদিকে, সোমবারেও রণবীর এলাহাবাদিয়া ও অন্যান্যরা বয়ান রেকর্ড না করায়, তাঁদের নতুন তারিখ দিয়েছে।
মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল কমেডিয়ান সময় রায়নার ভার্চুয়াল হাজিরার অনুরোধ প্রত্যাখ্যান করে এবং রণবীর এলাহাবাদিয়াকে ২৪ ফেব্রুয়ারি তদন্তে যোগ দিতে বলেছে।
ইন্ডিয়াস গট ল্যাটেন্ট রো-এর সর্বশেষ আপডেট:
মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চে রণবীর এলাহাবাদিয়ারউর হওয়া একাধিক এফআইআর এক জায়গায় আনার আবেদনের শুনানি হবে। তবে পুলিশের মতে, তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে তিনি 'ক্রমাগত যোগাযোগের বাইরে' রয়েছেন।
(২) পডকাস্টার, যিনি 'বিয়ারবাইসেপস' নামেও পরিচিত এবং যার 'বাবা-মার যৌনতা' মন্তব্য নিয়ে এত কাণ্ড, তাঁর প্রতিনিধিত্ব করবেন আইনজীবী অভিনব চন্দ্রচূড়, ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পুত্র।
সোমবার দুপুর ১২টা পর্যন্ত দলটি হাজির না হওয়ায় জাতীয় মহিলা কমিশন রণবীর এলাবাদিয়া, সময় রায়না, অপূর্ব মুখিজা, আশিস চঞ্চলানি, তুষার পূজারি এবং সৌরভ বোথরাকে ৬ মার্চ নতুন তারিখ দেয়।
অন্যদিকে, জসপ্রীত সিং ও বলরাজ ঘাইকে ১১ মার্চের জন্য নতুন করে সমন জারি করা হয়েছে।
(৫) সাইবার সেল সময় রায়নাকে মঙ্গলবার এসে তার বক্তব্য রেকর্ড করতে বলেছে, যেহেতু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন তাই ভার্চুয়ালি বিবৃতিতে স্বাক্ষর করার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন এবং ১৭ মার্চ ভারতে ফিরে আসবেন।
এদিকে রণবীর এলাবাদিয়াকে ২৪ ফেব্রুয়ারি সাইবার সেলের সামনে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই গোটা টিমের বিরুদ্ধে তৃতীয় একটি এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই মুম্বই ও গুয়াহাটিতে (অসম) তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।
এদিকে, সম্প্রতি যে ছেলেটিকে ইন্ডিয়াজ গট ল্যাটেন্টে সেই ‘বিতর্কিত প্রশ্ন’টি করা হয় তিনি, সময় রায়না-রণবীর এলাহাবাদিয়াদেরই সমর্থন করেছেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১৮ বছর বয়সী মুম্বইয়ের সেই বাসিন্দা বলেন, ‘আমি চাই না যে আমার প্রিয় নির্মাতারা অকারণে ঘৃণা পাক। কারণ অর্ধেক মানুষ জানেই না যে, সেই পর্বে কী ঘটেছিল। কারণ তাঁরা সবসময় নিশ্চিত করে যে, তাঁদের রসিকতায় যেন বাচ্চাটি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি সাময়কে ভালোবাসি। 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট'-এর আগে আমার দেখা সবচেয়ে বিনয়ী মানুষ তিনি। আমি তার শোতে যেতাম দোস্ত। লোকটা খুব নম্র।’
সাময় রায়নার ইউটিউব শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ রণবীর এলাহাবাদিয়ার বাবা-মা ও যৌনতা নিয়ে মন্তব্য থেকে এই বিতর্কের সূত্রপাত, যেখানে কনটেন্ট ক্রিয়েটর অপূর্ব মুখিজাও কিছু বক্তব্য রাখেন যা বিতর্ককে উস্কে দিয়েছিল। শোটি ইউটিউব থেকে এর মধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে।