হাতে মাত্র ৩ দিন, ৫ ডিসেম্বর আসছে পুষ্পা-২। তবে তার আগে শ্রীলীলার আইটেম নম্বর 'কিশিক' গান দিয়ে বাজিমাত করতে চেয়ছিলেন ছবির নির্মাতারা, তবে লাভ হয়নি। সামান্থার ‘উ অন্তভা’র ধারেকাছেও পৌঁছতে পারেনি ‘কিশিক’। আর তাই ছবি মুক্তির আগে দর্শকদের মধ্যে উন্মাদনার পারদ চড়াতে আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার 'পিলিংস' মুক্তির সিদ্ধান্ত নিলেন 'পুষ্পা' নির্মাতারা।
আর বলাই বাহুল্য 'পিলিংস' মুক্তির পরই গানটি ট্রেন্ড করতে শুরু করেছেন। গানটি মুক্তির পরই ট্রেন্ডিং ২এ রয়েছে এই গান। ১ ডিসেম্বর, রবিবার গানটি মুক্তির পর ইতিমধ্যেই ৯,৫৮৫,৯০৮ ভিউ হয়েছে গানটির। পুরোটা গানটি দেখলেই বুঝতে পারবেন, এই গানটি জমিয়ে দেওয়ার পুরো কৃতিত্বই আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার। গানটি গেয়েছেন জাভেদ আলী, মধুবন্তী বাগচী। গানের গীতিকার রাকিব আলম। গানের মালয়ালম সংস্করণটি গেয়েছেন অপর্ণা হরিকুমার, ইন্দু সনৎ, গায়ত্রী রাজীব। মালায়ালম গানের কথাগুলি লিখেছেন সিজু থুরাভুর। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। গানটির কোরিওগ্রাফি করেছেন শেখর ভুল্লি ভিজে।
আরও পড়ুন-'থাপ্পড় মারুঙ্গি শালা…', পুষ্পা ২-এর আইটেম নম্বর শুনে নেটপাড়া বলছে, ‘মেজাজটাই…’
এই গানের ভিডিয়োর নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই লিখেছেন ‘আল্লু অর্জুন ইজ ব্য়াক’, আর কারোর কারোর মন্তব্য, ‘আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা দেশের অন্যতম জনপ্রিয় জুটি। পুষ্পা রাজ-শ্রীভল্লী’। আবার অনেকেই এই গানটিকে ‘অশ্লীল’ বলে তকমা দিয়েছেন। কারোর কারোর কথায় 'কিশিক'-এর থেকে বেশি ‘পিলিংস’-কেই বেশি আইনটেম নম্বর বলে মনে হচ্ছে।
আবার রেডিট ব্যবহারকারীরা গানের কিছু দৃশ্যায়ন তুলেছে সেটাকে অশালীন বলে তকমা দিয়েছেন। রেডিটে একজন লিখেছেন, ‘কীভাবে কেউ এটার শ্যুটিং করল! আমার তো দেখেই লজ্জা লাগছে’। কারোর মন্তব্য, ‘আজকাল গানের কোরিওগ্রাফি সফট পর্নের মতোও হয়ে গিয়েছে বুঝতে পারছি না, কীভাবে কোনও অভিনেত্রী এটা করতে রাজি হতে পারেন!’ কারোর কথায়, ‘আল্লু অর্জুন এমনিই দারুণ নাচ করেন, ওকে কেন এসব করতে হল!’ কারোর কথায়, ‘পুরো ছাপরি!’
এই গানটিকে কতটা 'অশ্লীল' বলা যায়, তা নিয়ে কমেন্ট সেকশনে আলোচনা জুড়ে দিয়েছেন অনেকেই। একজন বলেছেন লোকেরা বলিউডকে অশ্লীল বলে, ভোজপুরি গানকে অশ্লীল বলে, তবে দক্ষিণী গানগুলি কিন্তু বলে না! ওরা নিজেদের সংস্কৃতি প্রচার করে তারপরেও এই জাতীয় বাজে গান বানায়। তাঁদের উন্মত্ত ফ্যান নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে তাঁদের বিরুদ্ধে কোনও মতামতই সামনে আসতে দেয় না।' আরেক জন লেখেন, ‘টলিউডকে (দক্ষিণ) নিয়ে সত্য কথা কেউ বলে না’। কারোর মন্তব্য ‘দক্ষিণের প্রতিটি গানে কিছু না কিছু অশ্লীল নাচের স্টেপ থাকবেই .. আর ঘৃণ্য পোশাক’।
কেউ পাল্টা মন্তব্য করেছেন, ‘কিয়ারার বিজলি বিজলি গান, নোরা ফাতেহির বেশিরভাগ আইটেম গান, এবং তমান্নার 'আজ কি রাত গান’ সহ বলিউডে অনেক অশ্লীল স্টেপের উদাহরণ আছে। এটা শুধু দক্ষিণী গানের বিষয়ে নয়। দক্ষিণের দিকে আঙুল তোলার আগে দয়া করে আরও কিছু উত্তর ভারতীয় আইটেম গান আরেকবার দেখুন। মালাইকা ও ক্যাটরিনা এগুলোর জন্য কোটি কোটি টাকা আয় করেন।' এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।
আপনি আল্লু অর্জুন ও রশ্মিকার 'পিলিংস' নিয়ে কী বলতে চান?