বাংলা নিউজ > বায়োস্কোপ > Ram Charan-Upasana: রামচরণের স্ত্রীর সাধের অনুষ্ঠানে চাঁদের হাট, হাজির সানিয়া, আল্লু অর্জুনরা

Ram Charan-Upasana: রামচরণের স্ত্রীর সাধের অনুষ্ঠানে চাঁদের হাট, হাজির সানিয়া, আল্লু অর্জুনরা

উপাসনার জমকালো সাধের অনুষ্ঠানের ছবি

Upasana Konidela's baby shower: ৭ মাসের অন্তঃসত্ত্বা উপাসনা। হায়দরাবাদে রামচরণের নিজের বাড়িতেই উপাসনার সাধের আয়োজন করা হয়েছিল। উপাসনার অন্তঃরঙ্গ সাধের অনুষ্ঠানে অতিথি ছিলেন আল্লু অর্জুন এবং সানিয়া মির্জারা। পরিবার এবং বন্ধুদের সঙ্গে উপাসনার জমকালো সাধের অনুষ্ঠানের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

বিয়ের দশ বছর পর প্রথম সন্তান আসতে চলেছে দক্ষিণী সুপারস্টার রামচরণ ও উপাসনা কেনিদেলা সংসারে। অন্তঃসত্ত্বা উপাসনা। প্রথম সন্তান আগমণের অপেক্ষায় দিন গুনছেন তারকা দম্পতি। সদ্য হায়দরবাদে উপাসনার বেবি শাওয়ার অনুষ্ঠান হয়ে গেল। পরিবার এবং বন্ধুদের সঙ্গে উপাসনার জমকালো সাধের অনুষ্ঠানের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

উপাসনার অন্তঃরঙ্গ সাধের অনুষ্ঠানে অতিথি ছিলেন আল্লু অর্জুন এবং সানিয়া মির্জারা। সোমবার অনুষ্ঠানের সেই সমস্ত ছবি হু হু করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ার। বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা উপাসনা। চলতি বছরের শুরুতেই ‘RRR’-এর হাতে এসেছে ‘অস্কার’। অন্তঃসত্ত্বা অবস্থাতেই স্বামী রামচরণের সঙ্গে বিদেশে অস্কার অনুষ্ঠানে পৌঁছেছিলেন উপাসনা। আগামী জুলাইতেই তাঁদের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার কথা।

আল্লু অর্জুন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে উপাসনার সঙ্গে একটি ছবি শেয়ার করে মিষ্টি শুভেচ্ছা জানিয়েছেন হবু মা-বাবাকে। বেবি শাওয়ার থেকে একটি ছবি শেয়ার করে, আল্লু অর্জুন লিখেছেন, ‘আমার মিষ্টি উপসির জন্য খুব খুশি’। সঙ্গে একটি হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। আরও পড়ুন: পোন্নিয়ান সেলভান ২: প্রি-রিলিজ অনুষ্ঠানে ঐশ্বর্য, মণিরত্নম সম্পর্কে কী বললেন

<p>আল্লু অর্জুনের শেয়ার করা ছবি</p>

আল্লু অর্জুনের শেয়ার করা ছবি

ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্ঠান থেকে বন্ধুদের শেয়ার করা ছবি পুনঃরায় ভাগ করে নিয়েছেন উপাসনা। ছবিতে দেখা মিলেছে সানিয়া মির্জারও।

<p>উপাসনার ইনস্টাগ্রাম স্টোরি থেকে স্ক্রিন গ্র্যাব</p>

উপাসনার ইনস্টাগ্রাম স্টোরি থেকে স্ক্রিন গ্র্যাব

একটি স্টোরিতে তাঁর মা ও শাশুড়ির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন উপাসনা। অন্তঃসত্ত্বা উপাসনাকে নীল রঙের পোশাকে দেখা গিয়েছে এ দিন।

<p>মা ও শাশুড়ির সঙ্গে উপাসনা</p>

মা ও শাশুড়ির সঙ্গে উপাসনা

হায়দরাবাদে রামচরণের নিজের বাড়িতেই উপাসনার সাধের আয়োজন করা হয়েছিল। বিয়ের ১০ বছর পর সন্তান নেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে, সম্প্রতি এ বিষয়ে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'প্রতিটি বাবামায়ের মতো আমরাও উত্তেজিত। স্বাস্থ্যের যত্ন নিচ্ছি। আমরা নিজেদের জন্যে একটু সময় নিচ্ছিলাম, যাতে আমরা আমাদের বাচ্চার সুন্দর করে বড় করতে পারি। তাই আমরা সন্তান জন্মের আগেই তার জন্য একটি বিমাও করে রেখেছি।'

উল্লেখ্য, গত বছর জুনে সদগুরুর কাছে গিয়ে দক্ষিণী সুপারস্টার রামচরণের স্ত্রী উপাসনা জানিয়েছিলেন তিনি সন্তান ধারণ করতে চান না। কারণ হিসেবে জানিয়েছিলেন, তাঁর উদ্দেশ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ। মাস কয়েক আগে উপাসনা বলেছিলেন, ‘বিয়ের পর বাচ্চা নেওয়াটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখনই সন্তান চাই না আমরা। আমার সন্তান হওয়া নিয়ে ভয় রয়েছে। আমি এখন ওজন ঝরাচ্ছি।’

অন্যদিকে রামচরণও বলেছিলেন, ‘মেগাস্টার চিরঞ্জীবী সন্তান হওয়ায় আমার উপর কিছু গুরুদায়িত্ব রয়েছে। সন্তান নিলে আমি লক্ষ্যভ্রষ্ট হব। তাই আগামী বেশ কিছু বছর সন্তান না নেওয়ার সিদ্ধান্তই নিয়েছি আমরা।’ আপাতত নিজেদের সিদ্ধান্ত বদল করে পরিবারে নতুন অতিথি আসার জন্য দিন গুনছেন তাঁরা।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

খুব শিগগির আসছে ধনতেরাস ২০২৪! লক্ষ্মীনারায়ণ যোগে সিংহ সহ বহু রাশি লাকি মার্কিন মুলুক থেকে আসছে ৩১ ‘প্রিডেটর ড্রোন’! সম্পন্ন ভারত-US চুক্তি, খরচ কত? 'পারমিট না পেলে মরে যাব,কোথাও যাওয়ার নেই', ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা লাল সিং চাড্ডার ভরাডুবি ভোলাতে গজনি ২ নিয়ে আসছেন আমির? জিগরা-র নির্মাতারা অপেশাদার বলতেই রেসিস্ট আক্রমণ বিজৌকে, দুষলেন আলিয়ার ভক্তদের কালীপুজোর আগে ক্যাবিনেট বৈঠক, ১৩০০০ কোটি খরচে ডিএ বাড়ানো হবে তখন? আরজি কর ধর্ষণ ও খুনে সঞ্জয় ছাড়া আর কেউ জড়িত না? সুপ্রিম কোর্টে বড় দাবি CBI-এর নতুন করে হাঁটু ফুলেছে…শামিকে অস্ট্রেলিয়ায় পাওয়া নিয়ে সন্দিহান রোহিত প্রাক্তন স্ত্রীদের গায়ে হাত তুলতেন কি? সলমনের প্রশ্নের চাপে মুখ খুললেন করণ বীর রামলীলার মঞ্চে তির ধনুক কেড়ে নিয়ে রামকে মাটিতে ফেলে মার রাবণের,দেখুন সেই ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.