'পুষ্পা ২'-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেফতার করা হয় আল্লু অর্জুনকে। বরুণ ধাওয়ান থেকে কঙ্গনা রানাওয়াত, অনেক তারকাই প্রতিবাদে সরব হন এই ঘটনার। তবে শুক্রবার সন্ধ্যায় তেলেঙ্গানা হাইকোর্ট অভিনেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করার পর ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
অন্তর্বর্তীকালীন জামিনে আল্লু অর্জুনের ভক্তদের উল্লাস
অভিনেতাকে গ্রেফতার করার পর চিক্কাদপল্লি পুলিশ স্টেশনের বাইরে আল্লু অর্জুনের ভক্তরা জড়ো হন। হাইকোর্ট অভিনেতাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা রাস্তায় এবং অনলাইন উভয় ক্ষেত্রেই উদযাপনে সামিল হন। এক ভক্ত বিচারকের কথার প্রশংসা করে লিখেছেন, ‘বিচারককে স্যালুট’। রেডিটে এক ভক্ত লিখেছেন, ‘বিচারক ঠিকই বলেছেন, কারণ তিনি একজন অভিনেতা, তার মানে এই নয় যে তাকে উদাহরণ বানাতে হবে।’
আরও পড়ুন: রাজ কাপুর ফিল্ম ফেস্টিভ্যালে সাদা-কালো থিমে পরিবার! লাইম লাইট কাড়ল রণবীরের গোঁফ
এক্স ব্যবহারকারীদের মধ্যে একজন মন্তব্য করেছেন, ‘অবশেষে কিছুটা ন্যায়বিচার হয়েছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সবার প্রার্থনা সার্থক হয়েছে এবং যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। পুষ্পা ফিরে এসেছে।’ আরেকজন মন্তব্য করেছেন, 'অবশেষে সত্যের জয় হল।' ‘ভালো খবরের জন্য ধন্যবাদ। এটা উদযাপনের সময়’, লিখলেন অপরজন।
আরও পড়ুন: ‘পাতাল লোক সিজন ২’ র নতুন পোস্টার দিল অ্যামাজন প্রাইম, ৪ বছরের অপেক্ষার অবশেষে অবসান
হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২: দ্য রুল'-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়া এক মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার আল্লু অর্জুনকে গ্রেফতার করে পুলিশ। গত সপ্তাহে সেই থিয়েটারে হঠাৎই নাকি হাজির দিয়েছিলেন আল্লু। গ্রেফতারির আগেই হাইকোর্টে তাঁর বিরুদ্ধে এফআইআর খারিজ করার আবেদন জানিয়েছিলেন অর্জুন।
শুক্রবার দুপুরে গ্রেফতারির পর নিম্ন আদালতে না-মঞ্জুর হয় জামিন। ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় আল্লু অর্জুনকে। তেলেঙ্গানা সরকারের আইনজীবী জানান, আল্লুকে ওইদিন প্রেক্ষাগৃহে যেতে নিষেধ করা হয়েছিল, বারণ শোনননি তারকা।
এদিকে হায়দরাবাদে আল্লু অর্জুনের গ্রেফতারির কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মৃতা রেবতীর স্বামী ভাস্কর বলেন, ‘আমরা সেদিন সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলাম কারণ আমার ছেলে সিনেমাটি দেখতে চেয়েছিল। এটা আল্লু অর্জুনের দোষ নয় যে তিনি সেদিন প্রেক্ষাগৃহে গিয়েছিলেন। আমি আমার মামলা প্রত্যাহার করতে প্রস্তুত। পুলিশ তাকে গ্রেফতারের খবর দেয়নি, আমি হাসপাতালে খবরে দেখেছি। পদপিষ্ট হওয়ার সঙ্গে অর্জুনের কোনও সম্পর্ক নেই।’
আল্লু অর্জুনের 'পুষ্পা ২'-এর সহ-অভিনেত্রী রশ্মিকা মন্দনাও আল্লু অর্জুনকে সমর্থন করেছেন এবং গ্রেপ্তারির পর একটি নোট শেয়ার করেন। ইনস্টাগ্রামে অভিনেতা লেখেন, ‘আমি এখন যা দেখছি তা বিশ্বাস করতে পারছি না... যে ঘটনাটি ঘটেছে তা একটি দুর্ভাগ্যজনক এবং গভীর দুঃখজনক ঘটনা। তবে সবকিছুর জন্য একজন ব্যক্তির ওপর সব দোষ চাপানো হতাশাজনক। এই পরিস্থিতি একইসঙ্গে অবিশ্বাস্য ও হৃদয়বিদারক।’