Pushpa 2 The Rule box office collection day 3: আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে দুর্দান্ত ফল করছে। ছবি নিয়ে এখনও পর্যন্ত যেসব রিভিউ সামনে এসেছে, তার বেশিরভাগই পজিটিভ। আর মুক্তি পেতে না পেতেই, পুষ্পা ২ তাঁর প্রথম কিস্তি অর্থাৎ পুষ্পা ১-এর আজীবন সংগ্রহকে পেরিয়ে গিয়েছে। বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে।
তৃতীয় দিন মিলিয়ে 'পুষ্পা ২: দ্য রুল' প্রায় ৩৮৩ কোটি টাকা আয় করেছে বলে জানিয়েছে Sacnilk.com।
তৃতীয় দিনে পুষ্পা ২-র বক্স অফিস কালেকশন
ওয়েবসাইট অনুসারে, পুষ্পা ২: দ্য রুল ৪ ডিসেম্বর ভারতে প্রিমিয়ারের দিন ১০.৬৫ কোটি টাকা আয় করেছিল। ছবিটি প্রথম দিন বৃহস্পতিবার সংগ্রহ করে ১৬৪.৫ কোটি টাকা এবং প্রথম শুক্রবার ছবির আয় ছিল ৯৩.৮ কোটি টাকা। সংগ্রহ ৪২.৮৯% হ্রাস পেলেও, শুক্রবার ছবিটি ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছিল।
আরও পড়ুন: লুলিয়ার মা-বাবার সঙ্গে সলমন খান! বিয়ের জন্য প্রেমিকার হাত চাইতে গিয়েছিলেন নাকি
শনিবার, ছবিটি ভারতে আয় করেছে প্রায় ১১৫.৫৮ কোটি টাকা। আর এই তিন দিনের সংগ্রহকে জুড়লে পুষ্পা ২-এর সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ভারতের বাজারে ৩৮৩ কোটি টাকায়।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি করণের মা! হিরু জোহরকে দেখতে হাসপাতালে হাজির মণীশ মালহোত্রা
পুষ্পা ২-এর আয়ের হিসেব:
দিন 0 + 1 | ১০.৬৫ কোটি টাকা + ১৬৪.৫ কোটি টাকা নেট |
২য় দিন | ৯৩.৮ কোটি টাকা |
৩য় দিন | ১১০.৫৮ কোটি টাকা |
মোট | ৩৮৩ কোটি টাকা |
রেকর্ড ভাঙল পুষ্পা ২: দ্য রুল
মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে 'পুষ্পা ২: দ্য রুল'। এটি এসএস রাজামৌলির আরআরআরকে টপকে শীর্ষস্থান দখল করেছে এবং যে কোনও ভারতীয় চলচ্চিত্রের জন্য সবচেয়ে বড় উদ্বোধনের খেতাব পেয়েছে।
এদিকে প্রিমিয়ারের দিনই একটি বড় অঘটন ঘটে গিয়েছে। পুষ্পা ২ দেখতে এসে পদপিষ্ঠ হয়ে মারা যান এক মহিলা। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আচমকাই হাজির হন আল্লু। সুপারস্টারকে এক ঝলক দেখতে বাঁধভাঙা উত্তেজনায় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ মৃত মহিলা ৯ বছরের ছেলেও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ এর পরই আল্লু অর্জুনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।