পুষ্পা-২ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে অনুরাগীর মৃত্যুর ঘটনায় কিছুটা হলেও স্বস্তিতে আল্লু অর্জুন। অভিনেতার আইনজীবীর অনুরোধের ভিত্তিতে তাঁর জামিনের কিছু শর্ত শিথিল করেছে হায়দরাবাদের নামপল্লি আদালত। এর আগে জামিন দেওয়ার সময় আদালত প্রতি রবিবার আল্লু অর্জুনকে চিক্কাদাপল্লি থানায় হাজিরার নির্দেশ দিয়েছিল।
তবে অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালতের কাছে এই আদেশ মুকুব করার আবেদন করেছিলেন অভিনেতার আইনজীবী। সেই আবেদনের ভিত্তিতেই আদালত এবার জানিয়েছেন আল্লুকে প্রতি রবিবার থানায় হাজিরা দিতে হবে না। এদিকে সম্প্রতি জামিন দেওয়ার পাশাপাশি আল্লু অর্জুনকে যত্রতত্র যাওয়ার অনুমতিও দিয়েছিল আদালত। আদালত তাঁকে বিদেশ ভ্রমণের অনুমতিও দিয়েছে। তবে তার একদিন আগে অর্জুনকে থানায় হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তবে রায় ঘোষণার পর এরই মধ্যে একবার পুলিশের সামনে হাজিরা দিয়েওছেন অভিনেতা।
কী ঘটেছিল
৪ ডিসেম্বর, হায়দরাবাদের আরটিসি এক্স রোডের সন্ধ্যা থিয়েটারে তাঁর পরিবার এবং সহ-অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার সঙ্গে পুষ্পা ২: দ্য রুলের প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন আল্লু অর্জুন। সেদিন অভিনেতাকেএক ঝলক দেখার জন্য উপচে পড়েছিল অনুরাগীদের ভিড়। সেই ভিড়ের ফলে পদপিষ্ঠ হয়ে মৃত্য়ু হয় এক মহিলার। এমনকি তাঁর ছোট ছেলেকেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর অনেক ঝক্কি পোহাতে হয়েছে আল্লু অর্জুন। ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়, যেকারণে জেলেও যেতে হয়েছিল অভিনেতাকে।
আরও পড়ুন-রাজনীতিতে আসতে ইচ্ছুক! কী জবাব দিলেন ঋত্বিক চক্রবর্তী?
আরও পড়ুন-আলিয়ার ভাটের সঙ্গে বিজ বাজেট ছবি 'চামুণ্ডা'র প্রস্তাব ফেরালেন শাহরুখ, কিন্তু কেন?
গত ১৩ ডিসেম্বর অর্জুনকে তার জুবিলি হিলসের বাসভবন থেকে হেফাজতে নিয়েছিল পুলিশ। নামপল্লি আদালত তাঁর ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করলেও হাইকোর্ট তাঁকে ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দেয়। গত ১৪ ডিসেম্বর চাঞ্চালাগুদা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আল্লু অর্জুন। গত ৩ জানুয়ারি নামপল্লি আদালত অর্জুনের জামিন মঞ্জুর করেছিল। এদিকে কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই নতুন ছবির শ্যুটিং শুরু করবেন আল্লু অর্জুন।
জানা যাচ্ছে, নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ আল্লু অর্জুন, থিয়েটার ম্যানেজমেন্টের সদস্য এবং কয়েকজন নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছিল। তবে আদালত নির্দেশ দিয়েছে, তদন্ত চলাকালীন ছবির প্রযোজক 'মিথ্রি মুভি মেকার্স'-এর রবিশঙ্কর ও নবীন ইয়ার্নেনিকে হেফাজতে নিতে পারবে না পুলিশ।