নির্বাচন চলছে, গোটা দেশজুড়েই চলছে ভোটগ্রহণ। সোমবার, ১৩ মে সকালে হায়দরাবাদের জুবিলি হিলসের একটা বুথে ভোট দিলেন অভিনেতা আল্লু অর্জুন ও জুনিয়র এনটিআর। সোমবার তেলেঙ্গানায় সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং জুবিলি হিলসে প্রথম ভোটারদের মধ্যে এই দুজন ছিলেন।
এদিন 'পুষ্পা' তারকা আল্লু অর্জুনকে সাদা টি-শার্ট ও কালো জিন্সে দেখা যায়। RRR তারকা জুনিয়র NTR জুনিয়র এদিন নীল শার্ট এবং ট্রাউজার্স পরে ভোট দিয়ে এদিন নিময় মেনে আঙুলে কালির দাগ লাগান। আর পাঁচজন সাধারণের মতোই এদিন লাইন দিয়ে ভোট দান করেন তাঁরা। এদিন চিরঞ্জিবীকেও লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়।
লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ এদিন সকাল ৭টা থেকে শুরু হয়। ৯টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি লোকসভা আসনে ভোটগ্রহণ চলে।লোকসভা নির্বাচনের সঙ্গে অন্ধ্রপ্রদেশের রাজ্য বিধানসভার ১৭৫টি আসন এবং ওড়িশা রাজ্য বিধানসভার ২৮টি আসনেও ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার তেলেঙ্গানার ১৭টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে।
সোমবার ৯৬টি লোকসভা আসনের মধ্যে অন্ধ্রপ্রদেশের ২৫টি, তেলেঙ্গানার ১৭টি, উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ৮টি করে, বিহারের ৫টি, ঝাড়খণ্ড ও ওড়িশার ৪টি করে এবং জম্মু ও কাশ্মীরের ১টি আসনে ভোট হয়।
তবে লোকসভার নির্বাচনের প্রথম তিন দফায় ২০১৯ সালের সাধারণ নির্বাচনের তুলনায় কম ভোটারের উপস্থিতি দেখা গিয়েছে, নির্বাচন কমিশন জানিয়েছে কিছু রাজ্যে তাপপ্রবাহের কারণে ভোটারদের ভোট দিতে যাওয়ার অনীহা তৈরি হয়েছে।
চতুর্থ দফার ভোটে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, পশ্চিমবঙ্গ কংগ্রেস প্রধান অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল নেত্র মহুয়া মৈত্র, বিজেপি নেতা গিরিরাজ সিং, জেডিইউয়ের রাজীব রঞ্জন সিং (লালন সিং), তৃণমূল নেতা শত্রুঘ্ন সিনহা এবং ইউসুফ পাঠান গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন।
(সংবাদ সংস্থা এএনআই অবলম্বনে)