সুকুমার পরিচালিত আল্লু অর্জুন অভিনীত পুষ্পা ২ যেন ইতিহাস তৈরি করেছে। গত বছর ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছিল সিনেমাটি, তারপর শুধুই তৈরি হয়েছে একের পর এক রেকর্ড। চলতি বছরে ৩০ জানুয়ারি OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই সিনেমা, যার ফলে আন্তর্জাতিক বাজারে সিনেমাটির আয় আরও বৃদ্ধি পেয়েছে।
ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাওয়ার পর বিশ্বব্যাপী ১৮৩১ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। শুধু তাই নয়, বিশ্বব্যাপী শীর্ষ ১০টি সিনেমার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এই সিনেমার নাম। বর্তমানে ১৪টি দেশে টানা দুই সপ্তাহ ধরে চলছে পুষ্পা টু।
সম্প্রতি একটি পোস্ট করে নেটফ্লিক্স জানিয়েছে, ‘পুষ্পা ২’ সিনেমাটি বিশ্বব্যাপী স্ট্রিমিং চার্ট - এ আধিপত্য বিস্তার করেছে। শুধু তাই নয়, গ্লোবাল টপ ১০ সিনেমায় (অ ইংরেজি) তালিকায় টানা দ্বিতীয় সপ্তাহ জুড়ে সিনেমাটি রয়েছে। ১৪ টি দেশে এই সিনেমাটি চলছে এবং তিন নম্বর স্থানে রয়েছে সিনেমাটির নাম। শুধু তাই নয়, মাত্র দু সপ্তাহে ৯.৪ মিলিয়ন ভিউ পেয়েছে সিনেমাটি।
পুষ্পা ২ - এর অসামান্য সফলতার আনন্দ সকলের সঙ্গে ভাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আল্লু অর্জুন লিখেছেন, পুষ্পা ২ যে ভালোবাসা পেয়েছে সারা বিশ্ব জুড়ে তা সত্যিই অপ্রতিরোধ্য। এই সিনেমাটি যে কত রক্ত এবং ঘাম ঝরিয়ে তৈরি করা হয়েছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। হৃদয় দিয়ে তৈরি করা এই সিনেমাটি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়ে আমরা সত্যিই ভীষণ খুশি।
আরও পড়ুন: অ্যাকশন থ্রিলারে এবার তাপসীর সঙ্গে স্বস্তিকা! কোন ছবিতে দেখা মিলবে তাঁদের?
অভিনেতা আরও লিখেছেন, Netflix - এ সিনেমাটি মুক্তি পাওয়ার পর যে সাফল্য পেয়েছে তা সত্যি অবিশ্বাস্য। এই প্লাটফর্মের মাধ্যমে আমাদের গল্প কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ভাষা এবং সংস্কৃতির সমস্ত বাঁধা পেরিয়ে সিনেমাটি ভালোবাসা অর্জন করেছে সবার থেকে। আমি সত্যি ভক্তদের কাছে ভীষণ কৃতজ্ঞ।
পরিচালক সুকুমারও এই জয়ে ভীষণ খুশি। তিনি লিখেছেন, পুষ্পা সিনেমার হাত ধরে যে জয় শুরু হয়েছিল তা দ্বিতীয় পর্বেও বর্তমান। সিনেমাটির সাফল্য আরও একবার প্রমাণ করে ভারতীয় সিনেমার কদর আজও আছে সকল মহলে। সবাইকে অনেক ধন্যবাদ।