দক্ষিণী সিনেমার জগত সরগরম আল্লু অর্জুনের গ্রেফতারি ঘটনায়। বক্স অফিস কাঁপছে পুষ্পা ২ ঝড়ে, ১১০০ কোটির গণ্ডি পার করা ছবির নায়ক কিনা কারাগারে! ৪ঠা ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে 'পুষ্পা ২: দ্য রুল'-এর প্রিমিয়ার শোয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী এক মহিলার। সেই মামলাতেই শুক্রবার হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার হন আল্লু। রেহাই মিলল না, এদিন মেডিক্যাল পরীক্ষার পর নামপল্লী কোর্টে পেশ করা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হল আল্লুকে। আরও পড়ুন-‘ফ্লাওয়ার নেহি ফায়ার হ্যায়’,বউকে চুমু! কফিতে চুমুক, গ্রেফতারির সময়ও জারি 'পুষ্পারাজ' আল্লুর সোয়্যাগ
এরপরই তড়িঘড়ি তেলেঙ্গানা হাইকোর্টে আবেদন জানিয়েছেন সুপারস্টারের আইনজীবীরা। শুক্রবার হায়দরাবাদের জুবিলি হিলসে অভিনেতার বাড়িতে পৌঁছায় পুলিশের একটি দল। এই ঘটনায় মামলা রুজু হয়েছিল হায়দরাবাদের চিক্কাদপল্লি থানায়। গ্রেফতারির সময় যে ছবি ধরা পড়ল তা রীতিমতো অবাক করা। একদম রি-ল্যাক্স মুডে পাওয়া গেল পর্দার পুষ্পারাজকে। পরনে সাদা টি-শার্ট আর প্যান্টে। টি-শার্টে লেখা রয়েছে পুষ্পারাজের জনপ্রিয় সংলাপ, ‘ফ্লাওয়ার নেহি, ফায়ার হ্যায় মেঁয়’। অর্থাৎ ‘ঝুকেগা নেহি’ সোয়্যাগ নিয়েই এদিন পুলিশের সঙ্গে থানায় গেলেন সুপারস্টার। পাশাপাশি পুলিশকে তিনি সচেতন করে বলেন, ‘আমাকে হেফাজতে নেওয়ার মধ্যে কোনও ভুল নেই, কিন্তু বেডরুম পর্যন্ত পৌঁছে যাওয়াটা বাড়াবাড়ি।’
কী ঘটেছিল সন্ধ্যা থিয়েটারে?
ঘটনাটি ঘটে ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে একটি প্রচারমূলক অনুষ্ঠান চলাকালীন, যেখানে অভিনেতাকে এক ঝলক দেখার আশায় প্রচুর ভিড় জমেছিল। অভিযোগ, ভিড় সামলাতে না পারায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছরের রেবতীর৷ শ্বাসরুদ্ধ হয়ে মৃতপ্রায় অবস্থা নয় বছরের শিশুর, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সে।
মৃত মহিলার পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে আল্লু অর্জুন, তাঁর নিরাপত্তা দল এবং থিয়েটার ম্যানেজমেন্টের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ১০৫ এবং ১১৮(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পালটি খেল মৃতার স্বামী
হায়দরাবাদে আল্লু অর্জুনের গ্রেফতারির কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মৃতা রেবতীর স্বামী ভাস্কর বলেন, ‘আমরা সেদিন সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলাম কারণ আমার ছেলে সিনেমাটি দেখতে চেয়েছিল। এটা আল্লু অর্জুনের দোষ নয় যে তিনি সেদিন প্রেক্ষাগৃহে গিয়েছিলেন। আমি আমার মামলা প্রত্যাহার করতে প্রস্তুত। পুলিশ তাকে গ্রেফতারের খবর দেয়নি, আমি হাসপাতালে খবরে দেখেছি। পদপিষ্ট হওয়ার সঙ্গে অর্জুনের কোনও সম্পর্ক নেই।’
বুধবারই আল্লু অর্জুন হাইকোর্টে এফআইআর খারিজ করার আবেদন করেন এবং আবেদনের নিষ্পত্তি না হওয়া তাঁর বিরুদ্ধে কোনওরকম শাস্তিমূলক পদক্ষেপ স্থগিত রাখার অনুরোধ করেছিলেন। শুনানির আগেই আল্লুকে গ্রেফতার করল পুলিশ। এর আগে মৃত মহিলার পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন অভিনেতা। এখন হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে সকলে।