গত ১৩ ডিসেম্বর গ্রেফতার করা হয় আল্লু অর্জুনকে। সন্ধ্যা সিনেমা হলে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। আর সেই ঘটনার জেরেই শুক্রবার গ্রেফতার করা হয় অভিনেতাকে। তবে জামিনে ছাড়াও পেয়ে যান আল্লু। তিনি বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী স্নেহা। জড়িয়ে ধরেন বরকে।
আরও পড়ুন: 'ফরচুনা চড়ে - আর্বানায় থেকে টেকনিশিয়ানদের সমস্যা বুঝছেন না', অভিযোগ উঠতেই কী জবাব দিলেন কৌশিক - পরমরা?
আল্লু অর্জুন জামিন পেতেই তাঁকে জড়িয়ে ধরলেন স্নেহা
শনিবার সকাল সকাল এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে একটি ভিডিয়ো পোস্ট করা হয় সেখানেই দেখা যাচ্ছে স্নেহা আল্লু অর্জুনের জন্য অপেক্ষা করছেন। তাঁর সঙ্গে তাঁদের সন্তানদেরও দেখা যাচ্ছে সেই ভিডিয়োতে। এরপর জেল থেকে যেই বেরিয়ে পরিবারের দিকে এগিয়ে আসেন স্নেহা সঙ্গে সঙ্গেই তাঁকে জড়িয়ে ধরেন। কেঁদেও ফেলেন পুষ্পা ২ খ্যাত অভিনেতার স্ত্রী।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, আল্লু অর্জুন এবং তাঁর স্ত্রী স্নেহার সম্পর্ক যে কতটা গভীর, কত ভালো সেটা শুক্রবার অভিনেতাকে যখন পুলিশ গ্রেফতার করতে আসে সেই সময়ের ভিডিয়োতেই দেখা গিয়েছে। আল্লু অর্জুন স্নেহার গাল টিপে দেন, তাঁকে বেশ কয়েকবার চুমুও খান সবার সামনেই। অভিনেতা কফি খাচ্ছিলেন সেই সময়। তিনি যতক্ষণ না সেই কফি শেষ করেন পুলিশরা তাঁর জন্য অপেক্ষা করেন।
জেল থেকে বেরিয়ে কী জানিয়েছেন আল্লু অর্জুন?
জেল থেকে বেরিয়ে এদিন আল্লু অর্জুন তাঁর অনুরাগীদের জন্য বার্তা দিয়েছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, 'আমি নিয়ম মেনে চলা একজন নাগরিক, আমি সমস্ত রকমের সাহায্য করব। মৃতার পরিবারকে আমি আমার সমবেদনা জানাই। গোটা ঘটনাটাই অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক।'
আরও পড়ুন: তুঙ্গে ঘর ভাঙার চর্চা, তার মাঝেই যিশু বললেন, 'আমি বিবাহিত, একজনকে নিয়েই খুশি...'