আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে। আর মুক্তির প্রথম দিনই সারা দেশ তথা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। বিনোদন বাণিজ্য বিশেষজ্ঞদের মতে এই ছবিটি প্রথম দিনেই সারা বিশ্বব্যাপী বক্স অফিসে ভারতীয় মুদ্রায় ২৫০ কোটি টাকা আয় করবে। প্রাথমিক পর্যালোচনা অনুসারে, এটি একটি ব্লকবাস্টার ছবি হতে চলেছে। বেশিরভাগ ভক্ত যারা ছবিটি দেখেছেন তাঁরা ছবিটির 'জঠারা' দৃশ্যের কথা বলছেন। তবে একটি প্রতিবেদনে বলা হয়েছে, যে এই দৃশ্যটি সৌদি আরবের সেন্সর বোর্ড কেটে দিয়েছে।
সৌদি আরবের সেন্সর বোর্ড দৃশ্যটি যাচাই করেছে এবং নিউজ 18- এর একটি প্রতিবেদন অনুসারে, কর্মকর্তারা এতে অত্যন্ত আপত্তি জানিয়েছেন। কারণ ছবির নায়ক আল্লু অর্জুনকে এই নির্দিষ্ট দৃশ্যের জন্য দেবীর সাজে সাজানো হয়েছে। ছবিটিতে হিন্দু দেবদেবীদের ব্যাপক উল্লেখ রয়েছে কিন্তু এই নারীবেশ তাঁদের জন্য উদ্বেগের বিষয় ছিল।
আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের উদ্যোগে হতে চলেছে দ্রোহের চলচ্চিত্র উৎসব? কোথায় হবে জানেন? দেখে নিন
তাই ছবিটির ১৯ মিনিট সৌদি আরবে কাটা হয়েছে, যার মধ্যে আরও কয়েকটি দৃশ্যও রয়েছে। সৌদি আরবে ছবিটির ফাইনাল রানটাইম তাই ৩ ঘণ্টা ১ মিনিট। কিন্তু এর ফলে দর্শকরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন, তাঁদের মতে, এই ধরনের সেন্সরশিপের ফলে ছবির প্রবাহ নষ্ট হয়। তাছাড়া এটি এই ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যও, যা ছবির ক্লাইম্যাক্সের সঙ্গেও জড়িয়ে তাই তাতে ছবির মজা যে কিছুটা হলেও কম হবে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: একসময় কাজ করেছেন একই রেডিয়ো চ্য়ানেলে! হঠাৎ বিরাট গণ্ডগোল মীর-সোমকের, কী কেস
ইতিমধ্যেই 'পুষ্পা ২' অগ্রিম বুকিং ভারতে ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। ছবির প্রথমদিনের বক্স অফিস কালেশন রীতিমতো টক্কর দিচ্ছে 'কেজিএফ ২', 'বাহুবলী ২', এবং 'জওয়ান'- কেও।
প্রসঙ্গত, শ্রীলীলার আইটেম নম্বর 'কিশিক' গান দিয়ে বাজিমাত করতে চেয়ছিলেন ছবির নির্মাতারা, তবে লাভ হয়নি। সামান্থার ‘উ অন্তভা’র ধারেকাছেও পৌঁছতে পারেনি ‘কিশিক’। আর তাই ছবি মুক্তির আগে দর্শকদের মধ্যে উন্মাদনার পারদ চড়াতে আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার 'পিলিংস' মুক্তির সিদ্ধান্ত নেন 'পুষ্পা' নির্মাতারা। তবে সেই গান নিয়েই শুরু হয় নানা সমালোচনা। অনেকের মতে এই গান নাকি ‘অশ্লীল’।