Pushpa 2 The Rule box office collection day 2: আল্লু অর্জুনের পুষ্পা ২ রীতিমতো ঝড় থুরি টর্নেডো তুলে দিয়েছে। প্রথম দিন (বৃহস্পতিবার+ বুধবারের প্রি বুকিং মিলিয়ে) সিনেমাটি সমস্ত রেকর্ড ভেঙে দেয় এবং সর্বকালের বৃহত্তম ভারতীয় ওপেনার হিসাবে আত্মপ্রকাশ করে। দ্বিতীয় দিনে এটি কত আয় করেছে তা জানুন-
দ্বিতীয় দিনে পুষ্পা ২-এর বক্স অফিস কালেকশন
Sacnilk.com হিসাবে, পুষ্পা ২ শুক্রবার ভারতে ৯০.১০ কোটি টাকা আয় করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রথম দিনে প্রাপ্ত ১৭৪.৯ কোটি টাকার সঙ্গে যোগ করলে, এই অঙ্ক এখন দাঁড়িয়েছে ২৬৫ কোটি টাকা। ছবিটির সংগ্রহ প্রথম দিনের থেকে কিছুটা হ্রাস পেয়েছে ঠিকই, তবে দেখার সপ্তাহান্তে এটি কী রূপ নেয়।
আরও পড়ুন: শাহরুখ-রণবীরকে গোল দিলেন আল্লু! হিন্দি সিনেমায় প্রথম দিনে রেকর্ড গড়ল পুষ্পা ২
প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসের রাজা হিসেবে আবির্ভূত হয় পুষ্পা ২। এটি রাজামৌলির আরআরআর-কে টপকে শীর্ষস্থান দখল করেছে। এটি বাহুবলী ২ এবং কেজিএফ ২ এর রেকর্ডগুলিকেও পিছনে ফেলে দিয়েছে। এমনকী গত বছরের হিন্দি সিনেমা শাহরুখ খানের 'জওয়ান'কে ছাপিয়ে, হিন্দিতে মুক্তি পাওয়া সবচেয়ে সফল তকমা পেয়েছে।
টিকিটের দাম বৃদ্ধি
এই পাহাড় প্রমাণ আয়ের এর জন্য অবশ্য কিছু কৃতিত্ব টিকিটের মূল্যবৃদ্ধির। আল্লু অর্জুন ছবিটির টিকিটের মূল্য বৃদ্ধি অনুমোদনের জন্য অন্ধ্রপ্রদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং এটিকে ‘প্রগতিশীল সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন।
এর জন্য সোমবার সন্ধ্যায় অর্জুন তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন। তিনি লেখেন, ‘অন্ধ্রপ্রদেশ সরকারকে ছবির টিকিটের মূল্যবৃদ্ধিকে সমর্থন করার জন্য ধন্যবাদ। তেলুগু ছবির উন্নতিতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।’ ৪ ডিসেম্বর পুষ্পা ২-এর প্রিমিয়ার শোয়ের টিকিটের দাম ছিল ৯৪৪ টাকা (জিএসটি সহ)।
অন্ধ্রপ্রদেশ সরকারের জারি করা মেমো অনুসারে, উদ্বোধনী দিনে ৫ ডিসেম্বর ছবিটির ছয়টি শো অনুষ্ঠিত হয়। নিম্নবিত্তদের জন্য সিনেমার টিকিটের দাম ১০০ টাকা (জিএসটি সহ), উচ্চবিত্তদের জন্য ১৫০ টাকা (জিএসটি সহ) এবং মাল্টিপ্লেক্সের জন্য ২০০ টাকা (জিএসটি সহ)। পিভিআর আইনক্সের সিইও (রেভিনিউ অ্যান্ড অপারেশনস) গৌতম দত্ত জানিয়েছেন, দেশের বিভিন্ন চেনের প্রেক্ষাগৃহে ২০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত টিকিটের দাম রয়েছে।