অনন্যা পান্ডে, নতুন প্রজন্মের যে তারকারা বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন তাঁদের মধ্যে অনন্যা অন্যতম। এবার সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা যাবে অনন্যাকে। অনন্যা অভিনীত ওয়েব সিরিজ Call Me bae - তে দেখতে পাওয়া গেল অন্য আরেক বলিউড অভিনেত্রীর বিয়ের ছোঁয়া।
২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ সিনেমার হাত ধরে বলিউডে পদার্পণ করেছিলেন অনন্যা পান্ডে। এরপর ‘খো গেয়ে হাম কাহা’, ‘ড্রিম গার্ল ২’, ‘পতি পত্নী ঔর ও’, ‘লাইগার’ সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন অনন্যা। এবার সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও নাম লেখালেন তিনি।
(আরও পড়ুন: পর্দায় 'বঙ্গবন্ধুর' চরিত্রে অভিনয়, এবার তাই ১০ কাঠা জমি হারালেন বাংলাদেশের আরিফিন শুভ!)
কলিন ডি' কুনহা পরিচালিত এবং রোহিত নায়ার রচিত Call Me bae নামক ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেল অনন্যাকে। এই ওয়েব সিরিজটি গত ৬ সেপ্টেম্বর ২০২৪ থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখানো হচ্ছে। ওয়েব সিরিজটিতে বিহান সম্রাট-এর বিপরীতে অভিনয় করছেন অনন্যা।
Call Me bae দেখানো হয়েছে অনন্যা একজন কোটিপতি ব্যক্তির স্ত্রী। বিলাসবহুল ভাবে জীবন কাটে তাঁর। এইভাবে চলতে চলতে কোনও একদিন স্বামীর সঙ্গে সমস্যা তৈরি হয় এবং স্বামীকে ছেড়ে বেরিয়ে আসে অনন্যা। একজন মেয়ে যে কিনা বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত, সে যখন মিডিল ক্লাস মানুষের জীবন অতিবাহিত করে তখন ঠিকই সমস্যার সম্মুখীন হতে হয় সেটাই দেখানো হয়েছে এই ওয়েব সিরিজে।
ওয়েব সিরিজটিতে অনন্যা এবং বিহানের বিয়ের একটি দৃশ্য দেখানো হয়েছে যেখানে অনন্যা এবং বিহানকে অবিকল কিয়ারা এবং সিদ্ধার্থের মত দেখতে লাগছিল। কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রার বিয়েতে ঠিক যে যে দৃশ্য সকলে দেখতে পেয়েছিল, ঠিক সেই দৃশ্যই এই ওয়েব সিরিজে রিক্রিয়েট করা হয়েছে।
(আরও পড়ুন: ‘আমরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি, আর তুমি চৈতন্যদেব সাজছো,’ দেবকে পাল্টা আক্রমণ কুণালের)
প্রসঙ্গত, নায়িকারা যেখানে একে অপরকে সাজসজ্জা এবং পোশাকের দিক থেকে টেক্কা দিচ্ছেন ঠিক সেইখানে একটি ওয়েব সিরিজে অপর একজন নায়িকার বিয়ের দৃশ্য তুলে ধরা প্রশংসার যোগ্য। Call Me bae ওয়েব সিরিজটিতে অনন্যার অভিনয় দেখে মুগ্ধ নেটিজেনরা একবাক্যে স্বীকার করেছেন এই ওয়েব সিরিজটিতে অনন্যা চরিত্রটিকে যথার্থ ভাবে তুলে ধরতে পেরেছেন।