টেলিপর্দার অত্যন্ত পরিচিত মুখ তিনি। সম্প্রতি, বাংলা টেলিভিশনের দর্শক তাঁকে দেখেছিল 'আলোর কোলে'র আলো হিসাবে। চুপি চুপি বিয়ে সারলেন টিভি পর্দার সেই ‘আলো’ অর্থাৎ স্বীকৃতি মজুমদার। তবে বাঙালি নয়, সম্পূর্ণ অবাঙালি মতে বিয়ে হল অভিনেত্রীর। গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত, রিসেপশন, সবই হয়েছে। তবে চলতি মাসে নয়, গত সেপ্টেম্বরেই এক্কেবারেই নিভৃতে, নীরবে বিয়েটা সেরে ফেলেছেন স্বীকৃতি।
এখন প্রশ্ন, সেতো নাহয় হল, তবে পাত্র কে?
জানা যাচ্ছে, স্বীকৃতির পাত্রের নাম রাহুল। তবে তাঁর পদবী কী? তিনি কী করেন? এবিষয়ে কোনও কিছুই বিস্তারিত জানা যাচ্ছে না। যতদূর জানা যাচ্ছে, স্বীকৃতির স্বামী অভিনয় দুনিয়ার সঙ্গে জড়িত নন। তবে বিয়ে নিয়ে জানতে Hindustan Times Bangla-র তরফে অভিনেত্রী স্বীকৃতি মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিয়ে নিয়ে মুখ খুলতে চাননি। বিয়ে নিয়ে প্রশ্ন করতেই স্বীকৃতির সাফ কথা, ‘আমি এবিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। ব্যক্তিগত জীবনটা একান্তই আমার ব্যক্তিগত। আমি কিচ্ছুটি বলতে চাই না। জানি না ছবিগুলো কীভাবে প্রকাশ্যে এল!’
স্বীকৃতির বিয়ের ছবিতে তাঁকে সাদা গর্জাস শাড়ি, আর লাল-গোলাপি মিশিয়ে ডিজাইনার ব্লাউজ আর ভারী গয়নীয় দেখা যাচ্ছে। তবে আবার অভিনেত্রী মাথায় বাঙালিদের মতো থার্মোকল দিয়ে তৈরি মুকুট, হাতে গাছ কৌটোও রয়েছে। বলা যেতে পারে কিছু ফিউশন স্টাইলে সেজেছিলেন তিনি। অন্যদিকে তাঁর বর রাহুল পরেছিলেন সাদা শেরওয়ানি। তাঁর মাথাতেও ছিল পাগড়ি।
অন্যদিকে রিসেপশনের সাজে স্বীকৃতিকে অফ হোয়াইট গাউন ও রাহুলকে সাদা টাক্সিডোতে দেখা গিয়েছে। বিয়ে ও রিসেপশন, গায়ে হলুদ, সবকিছুরই ভিডিয়ো শ্যুটও করেছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, 'খেলাঘর' সিরিয়ালের হাত ধরে অভিনয় দুনিয়ায় এসেছিলেন স্বীকৃত। তারপর কাজ করেছেন 'মেয়েবেলা'র মতো চর্চিত ধারাবাহিকে। মাঝে TV-র দুনিয়া থেকে কয়েকমাসের বিরতি, তারপর আরও এবার ছোট পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত ধারাবাহিক ‘আলোর কোলে’ ধারাবাহিকের 'আলো' চরিত্রে দেখা গিয়েছিল স্বীকৃতিকে।
এর আগে Hindustan Times Bangla-কে দেওয়া সাক্ষাৎকারে স্বীকৃতি জানিয়েছিলেন, ‘আমার বেড়ে ওঠা বেহালার পর্ণশ্রীতে। ব্যাকগ্রাউন্ডটা অবশ্য ইঞ্জিনিয়ারিংয়ের। চাকরিও পেয়েছিলাম। তবে মাঝে একটা বিউটি কনটেস্টে নাম দি, সেকেন্ড হই। সেখান থেকেই সুযোগ এসেছিল। তখন চাকরি ছেড়ে অভিনয়ে আসার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। তবে নিয়েছি।’ তবে আপাতত 'আলোর কোলে'র পর আর কোনও ধারাবাহিকে দেখা যাচ্ছে না স্বীকৃতিকে। এরই ফাঁকে বিয়েটা সেরে ফেলেছেন। ফের তিনি টিভি পর্দায় ফেরেন কিনা সেটাই দেখার।