নতুন গল্পের ভিড়েও টানটান উত্তেজনা বজায় রেখেছে স্টার জলসার পুরনো গল্পগুলো। ‘অনুরাগের ছোঁয়া’ থেকে ‘আলতা ফড়িং’ কিংবা ‘গাঁটছড়া’। সবেতেই এখন একটার পর একটা চমকপ্রদ মোড় সামনে আসছে। ফলে এখন এই ধারাবাহিকগুলোকে স্কিপ করে যাওয়ার কথা নিয়মিত দর্শক যাঁরা তাঁরা মোটেই ভাবছেন না। এর মধ্যে আলতা ফড়িং ধারাবাহিকে তো চমক যেন থামার শেষ হচ্ছে না!
একদিকে ফড়িংয়ের ব্যাঙ্ক বাবুর সত্যতা, একদিকে ফড়িংয়ের নতুন বিয়ে, প্রাক্তন স্বামী ফিরে আসা ফলে সবটা মিলিয়ে দারুন জমে উঠেছে এই ধারাবাহিক। টিআরপির দৌড়ে বজায় থাকতে অন্যান্য ধারাবাহিকের মতো আলতা ফড়িংও মরিয়া। আর সেই কারণেই তো দর্শকরা কী চাইছেন, কী দেখালে আরও আকর্ষণীয় হবে গল্পটা এ সমস্ত কিছুই ভেবে চিন্তে নতুন নতুন মোড় আনছেন নির্মাতারা। জনপ্রিয়তার নিরিখে শীর্ষে থাকার লড়াই চালাতে গিয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে গেল আলতা ফড়িংয়ের গল্প।
এই সবে দেখা গেল ফড়িংয়ের ব্যাঙ্ক বাবুকে পুলিশ নিয়ে গেছে। বলা ভালো সে আত্মসমর্পন করেছেন। আর সেই রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন অর্জুন। সেই ঘটনার রেশ সামলে উঠতে না উঠতেই জানা যাচ্ছে ফড়িং নাকি মা হতে চলেছে! আর এখানেই উঠছে প্রশ্ন। এই সন্তান কার? বাবু নাকি অর্জুনের?
সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে একজন জানিয়েছেন যে ফড়িংয়ের এই সন্তানের বাবা নাকি তার ব্যাঙ্ক বাবু, ওরফে বাবু, ওরফে অভ্রদীপ। কিন্তু দীর্ঘদিন তাঁদের মধ্যে সম্পর্ক না থাকা সত্বেও এটা কীভাবে সম্ভব হল! এটার উত্তর সেই ব্যক্তি লেখেন, 'এটাই বাংলা ধারাবাহিকের সায়েন্স!'
সে যাই হোক, সন্তানের বাবা কে, কীভাবে সেটা সম্ভব হল সেটা তো ধীরে ধীরে জানা যাবে। আপাতত দর্শকরা এই বিষয়টা নিয়ে দারুন উত্তেজিত। গল্প এখন এখন কোনদিকে মোড় নেয়, অর্জুন ফড়িংয়ের রসায়ন কেমন হয় সেটাই এখন জানার পালা।