আমন দেবগন এবং রাশা খাদানির জন্য আগামীকাল হতে চলেছে একটি স্পেশাল ডে। আগামীকাল অর্থাৎ সতেরো জানুয়ারি মুক্তি পেতে চলেছে আজাদ। এই সিনেমার হাত ধরেই বলিউডে এন্ট্রি হবে এই দুই তারকা সন্তানের। একদিকে রবিনা ট্যান্ডনের মেয়ে এবং অন্যদিকে অজয় দেবগনের ভাগ্নে, নতুন দুই তারকাকে নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটি মুক্তি পাবে আগামীকাল।
জীবনের এত বড় স্পেশাল ডে বলেই হয়তো সমস্ত শারীরিক সমস্যাকে উপেক্ষা করে সিনেমার প্রচারে গিয়েছিলেন আমন। মাত্র কয়েক মাস আগেই হয়েছে হাঁটুর অস্ত্রোপচার। এই স্পেশাল যাতে নষ্ট না হয় তাই সমস্ত ব্যথা উপেক্ষা করেছেন তিনি। জীবনের প্রথম সিনেমার প্রচারে যেতে বিন্দুমাত্র ভাবেননি আমন।
আরও পড়ুন: ইন্ড্রাস্টিতে মনে রাখার মতো চরিত্র পান না সোহম! 'ভীষণ হতাশ…' যা বললেন অভিনেতা
সম্প্রতি এইচটি সিটির সঙ্গে একটি সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে আমন বলেন, সাড়ে তিন মাস আগে অপারেশন হয়েছে আমার। আরও ছয় থেকে আট মাস সময় লাগবে মোটামুটি সুস্থ হতে। সম্পূর্ণ সুস্থ হতেই সময় লাগবে আরও ১ বছর।
আমন আরও বলেন, আপনি যখন বলিউডের অংশ হতে চলেছেন তখন ব্যাপারটি একেবারেই কোনও ছোট ব্যাপার নয়। জীবনের এত গুরুত্বপূর্ণ সময়ে শারীরিক অসুস্থতাকে প্রাধান্য দিলে হবে না। আমি সারাদেশে ঘুরেছি সিনেমার প্রচারের জন্য। মাঝে মাঝে যখন খুব কষ্ট হয়েছে তখন পায়ে বরফ দিয়েছি, ব্যান্ডেজ দিয়েছি কিন্তু থেমে যাইনি।
আরও পড়ুন: ঝাঁসিতে বর্ডার ২-র শ্যুটিং শুরু বরুণের! কবে মুক্তি পাচ্ছে সানি, দিলজিৎদের ছবি?
আরও পড়ুন: লাগাতার উত্যক্ত ড্যান্স বাংলা ড্যান্স খ্যাত নাবালিকাকে, নৃত্যশিল্পী আত্মহত্যা করতে আটক ২ অভিযুক্ত
অপারেশন হওয়ার পরে এত শারীরিক পরিশ্রম কি ডাক্তারের পরামর্শ অনুযায়ী করছেন আমন? জিজ্ঞাসা রাশা বলেন, আমি বলতে পারি, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ও কোন কাজই করছে না। রাশা এই কথা বলার পর হাসতে হাসতে আমন বলেন, প্রাথমিকভাবেই সমস্যা হচ্ছিল ঠিক। কিন্তু পরে বরফ এবং টেপ লাগিয়ে আমার ব্যথা অনেকটাই কম। এখন কোনওভাবেই থেমে গেলে হবে না।
প্রসঙ্গত, আজাদ সিনেমায় অভিনয় করছেন অজয় দেবগনও। মামার সঙ্গে একসঙ্গে কাজ করতে পেরে আমন একদিকে যেমন আপ্লুত, তেমন অন্যদিকে মামার কাছে বেশ ভালই বকাঝকা খেতে হয়েছিল তাঁকে। সব মিলিয়ে প্রথম সিনেমায় অভিনয় করার অভিজ্ঞতা ভালই আমনের।