বাংলা নিউজ > বায়োস্কোপ > Nandana Dev Sen: ৫৬-তেও বিকিনি! খোলামেলা পোশাক নিয়ে ট্রোলে মুখ খুললেন অমর্ত্য-কন্যা অভিনেত্রী নন্দনা

Nandana Dev Sen: ৫৬-তেও বিকিনি! খোলামেলা পোশাক নিয়ে ট্রোলে মুখ খুললেন অমর্ত্য-কন্যা অভিনেত্রী নন্দনা

পোশাক নিয়ে কটাক্ষকারীদের জবাব দিলেন অমর্ত্য-কন্যা অভিনেত্রী নন্দনা।

বলিউড-টলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন। এখন যদিও দেশের বাইরেই থাকেন মেয়ে-স্বামীকে নিয়ে। পোশাক নিয়ে সমাজমাধ্যমে কী লিখলেন অটোগ্রাফ সিনেমার নায়িকা?

তিনি অমর্ত্য সেনের-কন্যা। টলিউড আর বলিউড দু জায়গাতেই কাজ করেছেন নন্দনা দেব সেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে পোশাক নিয়ে কটাক্ষকারীদের জবাব দিলেন অভিনেত্রী। বিকিনিতে একটি ভিডিয়ো শেয়ার করে, করলেন ট্রোলারদের মুখ বন্ধ।

একটি রিল শেয়ার করেন নন্দনা। যেখানে তাঁকে দেখা গেল গোলাপি বিকিনিতে। আর সেই রিলের ক্যাপশনে লেখা, ‘আপনার মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন (মিষ্টিভাবে), আমি কি জামাকাপড় সম্পর্কে কোন নিয়ম পালন করি? আমার একমাত্র নিয়ম হল, আমার নিজের স্বাচ্ছন্দ্য। আমি কেবল নিজের জন্য (এবং আমার স্টাইলিস্ট মেঘলা) পোশাক পরি। আসুন আমাদের নিজস্ব স্টাইলগুলিকে আলিঙ্গন করি, এবং যা পরলে আমাদের মুক্ত এবং চমৎকার বোধ করি, সেটাই পরি।’

আরও পড়ুন: বয়সে বড় মডেলকে ডেট আরিয়ানের, রবিবার হল দেখা, প্রেমিকার থেকে কত ছোট শাহরুখ পুত্র

এই রিল ভিডিয়োর ভয়েজওভারে নন্দিতাকে বলতে শোনা যাচ্ছে, ‘এমন কী কোনও কিছু আছে যা ৪০ বছর হওয়ার পর আর পরা উচিৎ নয়? এটা হল লোকের প্রত্যাশার বোঝা’।

নন্দনা দেব সেন হলেন নোবেল প্রাপক অমর্ত্য সেন এবং সাহিত্যিক নবনীতা দেব সেনের মেয়ে। সঞ্জয়লীলা বনশালির ছবি 'ব্ল্যাক' দিয়ে বলিউডে অভিনয় কেরিয়ার শুরু করেন তিনি। রানি মুখোপাধ্যায়ের বোনের চরিত্রে দেখা যায় তাঁকে। বিবেক ওবেরয়ের বিপরীতে 'প্রিন্স' ছবিতেও অভিনয় করেছেন। নন্দনার অন্যতম জনপ্রিয় কাজ ছিল 'রং রসিয়া'। সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম সিনেমা অটোগ্রাফেও ছিলেন। 

আরও পড়ুন: ফের বঞ্চিত বাংলা! যুগ্ম বিজয়ী, তবু জায়গা হল না শুভর,অরিজিতের সাথে তুলনাই কাল হল?

উদ্যোগপতি জন মাকিনসনকে বিয়ে করেন ২০১৩ সালে। এর আগে তিনি দীর্ঘ সময় সম্পর্কে ছিলেন গজনি' প্রযোজক মধু মন্টেনারের সঙ্গে। বাংলা-হিন্দির পাশাপাশি বহু ইংরেজি ছবিতেও কাজ করেছেন। এছাড়া লেখালিখিও করেন। শিশুরক্ষা বিষয়েও কাজ করেন একাধিক এনজিওর সঙ্গে। আপাতত দেশের বাইরেই থাকেন। 

আরও পড়ুন: বাবা-মা'র বিচ্ছেদ হয় ৯ বছর বয়সে, মোটাত্বের সমস্যা কাটিয়ে বলিউড কাঁপাচ্ছে এই খুদে

গত বছর অক্টোবর মাসে অমর্ত্য সেনের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল। সেই সময় পোস্ট এসেছিল মেয়ের থেকেই যে বাবা একদম ঠিক। মেয়ে আর বাবার সঙ্গে তোলা ছবি শেয়ার করে নন্দনা লিখেছিলেন, ‘বাবার শরীর নিয়ে সকলের উদ্বেগের জন্য ধন্যবাদ। কিন্তু এটা ভুয়ো খবর। বাবা সম্পূর্ণ সুস্থ আছেন। আমরা সম্প্রতি কেমব্রিজে দারুণ সময় কাটিয়েছি। তিনি এখন হার্ভার্ডে দুটি কোর্স নিয়ে পড়াচ্ছেন। তিনি আগের মতোই এখনও ব্যস্ত আছেন।’

বায়োস্কোপ খবর

Latest News

অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা বিশ্বব্যাপী ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে স্যামসাং, প্রভাব পড়বে ভারতেও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.