প্রাইম ভিডিয়ো ভারতীয় দর্শকদের জন্য বেশ কিছু রোমাঞ্চকর শো তৈরি করেছে এবং সেগুলি বেশ ভালোভাবে সমাদৃতও হয়েছে। সমালোচকদের প্রশংসিত এবং পছন্দের ওয়েব সিরিজের তালিকায় আসে 'পাতাল লোক'-ও। যার পরের সিজনের অপেক্ষা চলছে প্রায় ৪ বছর ধরে। আর অবশেষে আসছে দ্বিতীয় সিজন। ইশ্বক সিং এবং জয়দীপ আহলাওয়াত, তিলোত্তমা সোমকে দেখা যাবে 'পাতাল লোক সিজন ২'-এ মুখ্য চরিত্রে।
শুক্রবার সোশ্যল মিডিয়ায় 'পাতাল লোক'-এর নতুন সিজন ঘোষণা করে, প্রাইম ভিডিয়ো ইন্ডিয়া লিখেছে, ‘নিজস্ব হাতুড়ি দিয়ে ইন্টারনেট ভাঙতে আমরা প্রস্তুত। #PaatalLokOnPrime, নতুন সিজন, শীঘ্রই আসছে।’ যদিও মুক্তির দিনক্ষণ এখনও অফিসিয়ালি সামনে আনা হয়নি। তবে শোনা যাচ্ছে, ২০২৫-এর প্রথমভাগেই দর্শকদের অপেক্ষার অবসান হবে।
আরও পড়ুন: ‘যদি লোকানোর চেষ্টা কর, তাহলেই তোমার…’! কাঞ্চন-প্রক্তন পিঙ্কির এহেন বার্তা কেন
পোস্টারে দেখা গেল জয়দীপ আহালওয়াতকে। একটা ছুড়ি চোখের খুব কাছে। বোঝাচ্ছে, এখানেও অ্যাকশনের কোনো কমতি হবে না!
আরও পড়ুন: অনিন্দিতাকে ডিভোর্স, ৪ বছরের মধ্যেই ২য় বউ দেবলীনার সঙ্গেও দূরত্ব? জবাব গৌরবের
প্রথম সিজনে আরও অভিনয় করেছিলেনন গুল পানাগ, নীরজ কবি, স্বস্তিকা মুখোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নীহারিকা লিরা দত্ত এবং রিচা চতুর্বেদী। তরুণ তেজপালের ২০১০ সালের উপন্যাস দ্য স্টোরি অফ মাই অ্যাসাসিন্সের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।
আরও পড়ুন: ‘ফ্লাওয়ার নেহি ফায়ার হ্যায়’,বউকে চুমু! কফিতে চুমুক, গ্রেফতারির সময়ও জারি 'পুষ্পারাজ' আল্লুর সোয়্যাগ
করোনাভাইরাসের সংক্রমণকালে মানুষ যখন আতঙ্কগ্রস্থ, গৃহবন্দি, তখন সকলকে বিনোদনের ডবল ডোজ দিয়েছিল অনুষ্কা শর্মা প্রযোজিত এই ওয়েব সিরিজটি। দিল্লিতে ঘটে যাওয়া অপরাধের বিরুদ্ধে পুলিশের অঘোষিত লড়াইয়ের গল্প দাগ কেটে যায় দর্শক মনে। প্রতিটা এপিসোডই ছিল আকর্ষণীয়, চোখের পলক পড়ার আগেই শেষ। এখন দেখার দ্বিতীয় সিজন কী চমক নিয়ে আসে।
আনসারি চরিত্রে দেখা যাবে ইশ্বক সিং-কে, আর জয়দীপ আহালওয়াত দিল্লির পুলিশ অফিসার হাতিরাম চৌধরি। তিলোত্তমা সোম থাকছেন নতুন সিরিজে, কারণ পোস্টারে তাঁকে ট্যাগ করা হয়েছে। এখন তাঁকে কী চরিত্রে দেখা যাবে, সেটা বোঝা যাবে ট্রেলারে। সঙ্গে গোটা কাস্টও।