গত সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বীরেন ও শায়লা মার্চেন্টের ছোট মেয়ে রাধিকা। বিয়ের অনুষ্ঠান থেকে আম্বানি পরিবারের কুকুরের ছবি ভাইরাল হয়েছে, যাকে দেখা গিয়েছিল শেরওয়ানি গায়ে।
আম্বানিদের কুকুরের বিলাসবহুল জীবন:
আম্বানি পরিবারের কাছে আছে একটি গোল্ডেন রিট্রিভার। যার নামে হ্যাপি। শুনলে হয়তো অবাক হবেন, হ্যাপির ব্যবহারের জন্য রয়েছে একটি বিলাসবহুল গাড়ি। যার দাম শুনলে চোখ কপালে উঠবে যে কারও।
আরও পড়ুন: দুই ছেলে-মেয়ে নিয়ে ব্যস্ত ‘বাবা’ পরমব্রত, সুখী দাম্পত্যের ছবি দিলেন পিয়া
অটোমোবিলি আরডেন্ট ইন্ডিয়ার একটি পোস্ট অনুসারে, হ্যাপি, পরিবারের প্রিয় পোষ্য, একটি মার্সিডির্সি জ-বেঞ্জ জি ৪০০ডি-এ চড়ে, যার বাজার মূল্য ৪ কোটি টাকা। যদিও
আম্বানিদের ব্যবহারের জন্য উচ্চ নিরাপত্তার মার্সিডিজ G 63 AMG-র মতো গাড়ি রয়েছে। তবে জ-বেঞ্জ জি ৪০০ডি মডেলটি শুধুমাত্র হ্যাপির জন্য। এর আগে, হ্যাপি একটি টয়োটা ফরচুনার এবং একটি টয়োটা ভেলফায়ার ব্যবহার করেছিল।
আরও পড়ুন: কোটি টাকার উপহার এর কাছে মিছে! দাদা-বাউদি শোভন-সোহিনীকে বিয়েতে কী দিলেন দীপ্সিতা
এর আগে অনন্তর সঙ্গে হ্যাপিকে দেখা গিয়েছিল নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে। সেইসময় প্রাইভেট জেটে করে নিউ ইয়র্ক যাতায়াত করতে দেখা গিয়েছিল এই সারমেয়কে।
অনন্ত-রাধিকার বিয়ে:
অনন্ত ও রাধিকার বিয়েতে আমন্ত্রিত ছিলেন গোটা বিশ্বের একাধিক ব্যক্তিত্ব হাজির ছিলেন এই বিয়েতে। বলিউডের শাহরুখ-সলমন-সঞ্জয় দত্ত-অমিতাভ বচ্চনের মতো অভিনেতারা। ছিলেন ধোনি, ঋষভ পন্ত, সচিন তেন্ডুলকররা। এছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিও চোখে পড়ে। ছিলেন মোদী, মমতা, উদ্ভব ঠাকরে-রা।
আরও পড়ুন: রিল বানাতে গিয়ে ভয়ঙ্কর মৃত্যু! জলপ্রপাতে পড়ে গেল ২৬ বছরের মহিলা ইনফ্লুয়েন্সার
জামনগরে অনন্ত-রাধিকা:
বুধবার বিয়ের পর প্রথমবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট পা রাখেন গুজরাটের জামনগরে।, আর তাই ফুল আর গোলাপের পাপড়ি দিয়ে তৈরি করা হয়েছিল কার্পেট। আরতি করে অনন্ত-রাধিকাকে স্বাগত জানান বহু মানুষ। অনন্ত আম্বানি লাল ছিমছাম পাঞ্জাবির উপর পরেছিলেন কারুকাজ করা লাল জ্যাকেট ও সাদা চোস্তা পাজামা। সঙ্গে পরেছিলেন কোলাপুরি চটি আর বিশাল ব্রোচ।
রাধিকা পরেছিলেন এক্কেবারেই ছিমছাম গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ।পোশাকের সঙ্গে মিলিয়ে রাধিকা কানে পরছিলেন হীরের দুল, হীরার আংটি, নো-মেকআপ লুকে দেখা যায় তাঁকে। পোশাকের সঙ্গে মিলিয়ে পনিটেল করে চুল বেঁধে নিয়েছিলেন তিনি।