অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের উৎসব শেষ হয়ে গিয়েছে, কিন্তু তা নিয়ে উত্তেজনার পারদ এখনও তুঙ্গে। কারণ আম্বানি পরিবারের পক্ষে থেকে একের পর এক আসছে চমক। তাছাড়াও সোশ্যাল মিডিয়াতেও এখনও তাঁদের বিয়ে নিয়ে আলোচনার শেষ নেই। আর এই আলোচনাকে আরও উস্কে দিচ্ছেন স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জাররা, বিশেষ করে যারা অনন্ত-রাধিকার বিয়েতে আমন্ত্রিত ছিলেন। অনেকেই মতে এই বিয়ে শতাব্দীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ে।
এর মধ্যে একজন হলেন ইউটিউবের কনটেন্ট ক্রিয়েটার তথা পডকাস্ট হোস্ট রণবীর আল্লাহবাদিয়া, তিনিও এই বিয়েতে অতিথি হিসেবে সামিল হয়েছিলেন। আর তারপর তিনিও মেগাবাজেটের এই বিয়ে নিয়ে নানা ভিডিয়ো বানিয়েছেন। তিনি ১২ জুলাই অনন্ত এবং রাধিকা বিয়ে এবং ১৫ জুলাই তাঁদের মঙ্গল উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রণবীরের চ্যানেল হল 'বিয়ার বাইসেপস'।
আরও পড়ুন: 'একটা ম্যাজিক হত…' চোখের বালিতে ঐশ্বর্যর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অকপট প্রসেনজিৎ
তিনি আম্বানি পরিবারে বিয়ের পডকাস্ট অনুষ্ঠানে ভারতীয়-আমেরিকান স্ট্যান্ড আপ কমেডিয়ান আকাশ সিংয়ের সঙ্গে আড্ডা দেন। আকাশও আম্বানি পরিবারে বিবাহের পডকাস্ট উৎসবে অংশগ্রহণ করেছিলেন। তাঁদের কথোপকথনের সময়, দুজনেই জানান যে কীভাবে আম্বানি পরিবার বিনামূল্যে ডিজাইনার পণ্য বিলি করেছিল।
মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড সেন্টারে অনন্ত ও রাধিকা বিয়ে ও বিবাহোত্তর নানা উৎসব উদযাপিত হয়েছিল। ক্রিয়েটিভ ডিরেক্টর মনীশ মালহোত্রার নির্দেশনায় ভেন্যুটিকে প্রাচীন শহর বারাণসীর মতো করে সাজানো হয়েছিল।
আরও পড়ুন: বিয়ের পর জামনগরে প্রথম পা রাখলেন অনন্ত-রাধিকা! ঢাক-ঢোল বাজিয়ে হল অভ্যর্থনা, পাতা হল গোলাপের কার্পেট
আকাশ সিং বলেন, 'আমরা একটা ম্যাজিকাল ওয়ার্ল্ডে ছিলাম।' কারণ শুধু রাজকীয় বিয়েবাড়ি নয় অনন্ত-রাধিকার বিয়েতে বিনামূল্যে ডিজাইনার গয়না থেকে ডিজাইনার সানগ্লাসের মতো জিনিসপত্র দেওয়ার জন্য দোকান বসেছিল। আকাশ এ প্রসঙ্গে বলেন, 'দোকানগুলিতে ডিজাইনার চুড়ি দেওয়া হচ্ছিল। আমি শুনেছি যে তাঁরা ভাসাচে-র সানগ্লাসের মতো ডিজাইনার সানগ্লাসও দিচ্ছিল। এর জন্য বেশির ভাগ দোকান থেকেই কোনও টানা নেওয়া হচ্ছিল না। '
এর প্রত্যুত্তরে রণবীর জিজ্ঞাসা করেন, 'কোনও দোকানে টাকা নেওয়া হচ্ছিল কি?' তখন আকাশ বলেন, 'হ্যাঁ অবশ্যই, সব কি ফ্রিতে দেওয়া যায়? একটা গয়নার দোকান ছিল। সেখানে হীরের নেকলেস বিক্রি হচ্ছিল, সেটাও কি ফ্রিতে দিয়ে দেবে?'
অনন্ত আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানির ছোট ছেলে। তিনি ১২ জুলাই বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টকে বিয়ে করেন।