অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ বাসরে বসেছিল চাঁদের হাট। ছোট ছেলের বিয়েতে জলের মতো পয়সা খরচ করলেন মুকেশ আম্বানি। পাঁচ হাজার কোটির এই বিয়েতে শরীক হতে দেশ-বিদেশ থেকে ছুটে এলেন রথী-মহারথীরা।
শুক্রবার রাতে মুম্বইয়ের জিও কনভোকেশন সেন্টারে জমকালো আয়োজন। যাকে বলা যায়, ‘নেভার সিন বিফোর’ বিয়ের আসর। জাঁকজমকপূর্ণ বিবাহে সম্পন্ন হয়েছে গুজরাটি ঐতিহ্য ও পরম্পরা মেনেই। তবে জেন-জেডের বিয়ে বলে কথা একটু মর্ডান ছোঁয়াও তো থাকতে হবে। তাই মাল্যদান এবং আগুনের পাশে পবিত্র সাতপাক ঘোরার পাশাপাশি পরস্পরের সঙ্গে বেঁধে থাকবার জন্য শপথবাক্য পাঠও করলেন অনন্ত-রাধিকা। ঠিক যেমনটা হোয়াইট ওয়েডিং-এর ক্ষেত্রে ঘটে থাকে।
অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট তাদের বিয়ের শপথে ‘ভালোবাসার নীড়’ নিয়ে কথা বলছেন। মাইক্রোফোন হাতে নিয়ে মুকেশ আম্বানির ছোট বউমা বলেন, তাঁদের বাড়ি হবে ভালোবাসা ও একত্রিত হওয়ার জায়গা। রাধিকা বলেন, 'আমরা যেখানে আছি সেখানটাই ভালোবাসায় ভরে উঠবে... আমরা যেখানেই যাই না কেন, সেখানেই আমরা একসঙ্গে থাকব।
অনন্ত আম্বানি হিন্দিতে রাধিকার শপথবাক্যের জবাব দেন। আম্বানি পুত্র বলেন, ‘শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আমি শুরু করছি, আমি প্রতিজ্ঞা করছি যে আমরা একসাথে আমাদের সুন্দর স্বপ্নের বাড়ি তৈরি করব। আমাদের বাড়ি একটা জায়গা হবে না। এটি ভালবাসা এবং একত্রিত হওয়ার অনুভূতি হবে, আমরা যেখানেই থাকি না কেন…জয় শ্রীকৃষ্ণ’।
নিচের ভিডিওটি দেখুনঃ
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। গত ১২ জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রাধিকা মার্চেন্টকে বিয়ে করেন তিনি। শতাব্দীর সেরা বিয়েতে ভিআইপি অতিথিদের প্রবেশের সুবিধার্থে বান্দ্রা কুরলা কমপ্লেক্সের বিস্তীর্ণ অংশ সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল।
বিয়েতে উপস্থিত ছিলেন ক্লোয়ি, কিম কার্দাশিয়ান, লালুপ্রসাদ যাদব, শিল্পপতি গৌতম আদানি, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন, শাহরুখ খান, সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া এবং আরও অনেকে।