গদর-২ অভাবনীয় সাফল্যের পর গদর-৩ আসবে, একথা বহু আগে থেকেই শোনা যাচ্ছিল। পরিচালক অনিল শর্মা শুরু থেকেই 'গদর: এক প্রেম কথা'র তৃতীয় ভাগ আনার কথা বলে আসছিলেন। খুব স্বাভাবিকভাবেই তারা সিং ও সাকিনার চরিত্র দুটি ফিরিয়ে আনবেন সেটাই স্বাভাবিক। তবে এক্ষেত্রে আমিশার কিছুটা বেঁকে বসেছেন।
সম্প্রতি 'বলিউড হাঙ্গামা'-কে দেওয়া সাক্ষাৎকারে আমিশা প্যাটেল সাফ জানিয়ে দিয়েছেন তিনি কোনও ভাবেই শাশুড়ির চরিত্রে অভিনয় করবেন না। আর সেটা 'গদর-৩'র জন্য়ও নয়। ঠিক কী বলেছেন আমিশা?
‘গদর’-এর 'সাকিনা' আমির কথায়, 'আমি কখনও শাশুড়ির চরিত্রে অভিনয় করব না, আর সেটা গদর ব্র্যান্ডের জন্যও নয়, অন্য কোনও নায়ক, প্রযোজক, পরিচালকের জন্য নয়? কখনো না।'
আমিশা বলেন, আমিশা গদর ২-এর ক্লাইম্যাক্স বর্ণনা করতে গিয়ে ইঙ্গিত করেন যে গদর-এর তৃতীয় কিস্তিতে জিতের একই প্রেমের আগ্রহ নাও থাকতে পারে। আমিশার কথায়, ‘আসলে এখানে আরেকটি প্রশ্ন ছিল, লোকে বলছিল যে এর কোন শেষ নেই। আপনারাও জানেন, তারা এবং সকিনার ছেলে জিতে (উৎকর্ষ শর্মা) এক ধরণের প্রেমের আগ্রহ ছিল এবং তবে ঘটনাচক্রে সে সেখানে সমস্যার সম্মুখীন হওয়ার কারণে, মেয়েটিকে নিয়ে ভারতে ফিরে আসে, তার আর কোনও উপায় ছিল না। আপনি যদি লক্ষ্য করেন, সকিনার কাছ থেকে এটার কোনও স্বীকৃতি ছিল না। ছবিটির চূড়ান্ত শটে, তারা, সকিনা এবং জিতে, একে অপরকে আলিঙ্গন করে আর সেখানেই ছবিটি শেষ হয়। শেষে তাজমহলের শট দিয়ে শেষ হয়, যা ছিল তারা ও সকিনার ভালোবাসার স্মৃতিচিহ্ন এবং প্রতীক।’

আমিশা বলেন, ‘সবসময়ই যে তারা ও সকিনা সম্পর্কে হবে, আমি এমনটা মনে করি না। এই জায়গাটিতে অন্য কোনো লোকও প্রবেশ করতে পারে। তবে অবশ্যই, আমি গদর বা অন্য কোনও ছবিতে শাশুড়ির চরিত্রে অভিনয় করব না। এটা খুব সত্যি। আমি গদরের জন্য একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছিলাম, কারণ এই বিষয়ে আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল।’
আমিশার কথায়, ‘আমি হলাম সেই আমিশা প্যাটেল, যিনি ২২-২৩ বছর আগে ঝুঁকি নিয়েছিল। যখন পুরো ইন্ডাস্ট্রি তাঁকে এটা না করার পরামর্শ দিয়েছিল। তবে আমি সেই ঝুঁকিটা নিয়েছিলেন কারণ আমি এই ছবির চিত্রনাট্যের প্রেমে পড়েছিলাম। আর গদর ২০০১ সালের জুনে বক্স অফিসে ইতিহাস লিখেছিল। একইভাবে আমি আবারও মায়ের চরিত্রে অভিনয় করেছি, শুধুমাত্র গদর ২-এর জন্যই। কিন্তু আমিশা প্যাটেল কি অন্য কোনও ব্র্যান্ড, কোনও প্রোডাকশন, কোনও নায়ক, কোনও পরিচালকের জন্য মা বা শাশুড়ির চরিত্রে অভিনয় করব না।’