বড় পর্দা থেকে বেশ কিছুদিন দূরেই রয়েছেন অভিনেত্রী। ভক্তরা যেন তাঁকে তাই প্রচণ্ড মিস করছেন। তবে অভিনেত্রী যে ভক্তদের মনে দাগ কেটে রেখেছেন। তা দেখে আবেগপ্রবণ হয়ে উঠলেন আমিশা প্যাটেল।
বিমান ধরবেন তাই জন্য অপেক্ষা করছিলেন লাউঞ্চে। আচমকা সেই সময় এক বেসরকারি বিমান সংস্থার কর্মীরা এসে ‘কহো না প্যায়ার হ্যায়’ গানে নাচতে শুরু করে দেন তাঁর সামনে। এই রকমের সারপ্রাইজ দেখে চোখের জল আটকে রাখতে পারেননি অভিনেত্রী। অনুভূতিকে সামাল দিয়ে তাঁদের সঙ্গে নাচতে শুরু করেন তিনি। তাঁর এই ভিডিও সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে।
প্রসঙ্গত, ঠিক ২০ বছর আগে ১৪ জানুয়ারি মুক্তি পেয়েছিল হৃত্বিক-আমিশা জুটির প্রথম ছবি ‘কহো না প্যায়ার হ্যায়’। বক্স অফিসে সাফল্যের নয়া কীর্তি গড়েছিল পরিচালক রাকেশ রোশনের এই ফিল্ম। বিশেষত সেই গান ‘কহো না প্যায়ার হ্যায়’ আট থেকে আশি সবারই মন কেড়েছিল।
আমিশা প্যাটেলের কেরিয়ারের শুরুর দিকটা কিন্তু উর্ধ্বমুখী ছিল। কিন্তু নিজের কেরিয়ারগ্রাফ বেশি দিন ধরে রাখতে পারেননি অভিনেত্রী। তবে ভক্তদের মনে তিনি যে এখনো রয়েই গিয়েছেন তা স্পষ্ট।