বাংলা নিউজ > বায়োস্কোপ > Ameesha Patel: ‘আমার গডফাদার থাকলে আমিও বড় বাজেটের সিনেমা পেতাম’, বলিউড নিয়ে বিস্ফোরক আমিশা, কাকে ঠুকলেন?

Ameesha Patel: ‘আমার গডফাদার থাকলে আমিও বড় বাজেটের সিনেমা পেতাম’, বলিউড নিয়ে বিস্ফোরক আমিশা, কাকে ঠুকলেন?

গদর ২ সফল হতেই বিতর্কিত মন্তব্যের ঝুলি খুলে বসেছেন আমিশা পাটেল। 

গদর ২-এর পর সাফল্যের সপ্তম স্বর্গে রয়েছেন আমিশা পাটেল। তবে তাঁর বিতর্কিত মন্তব্যের কারণে আজকাল রোজই আসছেন খবরে। ‘গডফাদার’ বলে কাকে ঠুকলেন আমিশা?

নিজের আলটপকা মন্তব্যের কারণে বারবারই সমালোচিত হয়ে আসছেন আমিশা পাটেল। ২০০০ সালে কহো না প্যয়র হ্যায় দিয়ে বলিউডে হাতেখড়ি। প্রথম ছবিই এনে দিয়েছিল ঝুলিতে আশাতীত সাফল্য। গোটা দেশের কাছে সেনসেশন হয়ে পড়েছিলেন আমিশা। প্রথম ছবি থেকেই পেয়েছিলেন ফিল্ম ফেয়ারের মতো সম্মান। এরপর কাজ করেন একটি তেলেগু সিনেমা বদ্রি-তে। সেটিও ছিল হিট। এরপরের বছর মুক্তি পায় ‘গদর: এক প্রেম কথা’। সেই ছবিও ব্লকবাস্টার। পরপর দু বছর ফিল্মফেয়ার আসে আমিশার ঘরে। 

তবে আমিশার কেরিয়ার পরতে শুরু করে এরপর থেকেই। ইয়ে হ্যায় জলওয়া, আপ মুঝে আচ্ছে লগনে লগে, কেয়া ইয়ে প্যয়ার হ্যায়-এর মতো ছবি মুথ থুবড়ে পড়ে বক্স অফিসে। এই সময় হাত ধরে টেনে তোলে হামরাজ ছবিখানা। যেখানে তাঁর সঙ্গে ছিল ববি দেওল ও অক্ষয় খান্না। তবে ২০০৩-এর পর থেকে আর বক্স অফিসে সাফল্যের মুখ দেখা হয়নি আমিশার। মাঝে একটি আইটেম ডান্স করেন ‘লেজি লমহে’ নামে। খোলেন নিজের প্রযোজনা সংস্থা। তবে কিছুতেই কোনও লাভ হয় না। তবে বর্তমানে বক্স অফিসে সুপারহিট তাঁর ও সানি দেওলের গদর ২। যা ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। কিন্তু এই সানির সঙ্গেই বছর তিনেক আগে কাজ করেছিলেন ‘ভাইয়াজি সুপারহিট’-এ। যা ছিল ডাহা ফ্লপ। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে কেরিয়ারের ওঠাপড়া নিয়ে কথা বললেন আমিশা। যেখানে তাঁর দাবি, তাঁকে টার্গেট করা হয়েছিল। এমনকী তাঁর সিনেমা বক্স অফিসে না চললে তিনি ইন্ডাস্ট্রি থেকে কোনও সাহায্যই পাননি। কারণ চলচ্চিত্র পরিবার থেকে তিনি আসেননি বলিউডে। 

আমিশার কথায়, ‘আমি যদি ফিল্ম ফেটারনিটির অংশ হতাম, আমার যদি একজন গডফাদার থাকত, তাহলে সিনেমা না চললেও বলিউডের সবচেয়ে বড় প্রোজেক্টে আমি ডাক পেতাম। যদিও আমি সেসব নিয়ে ভাবি না। হতে পারে, আমার জন্মই হয়েছে শুধু ব্লকবাস্টার ছবিতে কাজ করার জন্য।’

কথা প্রসঙ্গে আমিশা বলেন তাঁর অভিনয় করা একটি ছবি বক্স অফিসে ব্যবসা করতে না পারায়, তিনি নিজের পারিশ্রমিক পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। তাঁর কথায়, ‘আমার মনে হয়েছিল ওই পরিস্থিতিতে উলটোদিকের মানুষটার পরিস্থিতি বোঝাটা আসলে বেশি দরকার। কেউ আমাকে জোর করেননি সেটা করতে। কিন্তু প্রযোজককে সম্মান দেখাতে নিজেই সেটা করেছি। আমার মনে হয়েছিল সেই সময় সেই কাজটাই ঠিক ছিল।’

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

১৩০০০ ইন্টার্নশিপের অফার TCS, L&T সহ ৫০ কর্পোরেট সংস্থার, ঘনিয়ে আসছে আবেদনের দিন আরজি কর ঘটনা নিয়ে ‘চালচিত্র’ বানিয়েছেন প্রতীম? মুখ খুললেন পরিচালক মলদ্বীপকে ৬৩০০ কোটির সাহায্য ভারতের, মোদী সরকারের প্রতি কৃতজ্ঞতায় গদগদ মুইজ্জু মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৮ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৮ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৮ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৮ অক্টোবরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৮ অক্টোবরের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৮ অক্টোবরের রাশিফল পঞ্চমীতে গর্জে উঠবেন বাংলার জুনিয়র ডাক্তাররা, ষষ্ঠীতে আরজি করের ঝাঁঝ গোটা দেশে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.