অতীত ছুঁয়ে দেখলেন অমিশা পটেল। ফিরে গেলেন দু'দশক আগে। চমকে দিলেন অনুরাগীদেরও। সাম্প্রতিক কালে হৃতিক রোশনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর তা নিয়েই যেন চর্চার শেষ নেই!
কৃশ অবয়ব, ঠোঁটের উপরে হালকা গোঁফের রেখা, সাদামাঠা পোশাক- ছবিতে হৃতিককে চেনার উপর নেই। যে পেশিবহুল, সুঠাম চেহারার নায়ককে দেখে দর্শকের ঘুম ওড়ে, ছবিতে তিনি কোথায়! হৃতিকের পাশেই রয়েছে অমিশা। তাঁর পরনে সাদা টি, কালো ট্রাউজার্স। খোলা চুল আর এক গাল হাসিতে তিনি যেন এক্কেবারে পাশের বাড়ির মেয়ে।
ছবিটি দিয়ে অভিনেত্রী লিখেছেন, 'যেমনটা কথা দিয়েছিলাম। পুরনো দিনের ছবি-ভিডিয়ো ভাগ করে নেওয়ার অসংখ্য অনুরোধ পেয়েছি। ঠিক করেছি, থ্রোব্যাক উইকেন্ড শুরু করব। কাল থেকে শুরু করেছি। আজ আরও একটি অদেখা ছবি দিলাম।'
(আরও পড়ুন: দুধ সাদা বিছানায় শুয়ে লুটোপুটি খাচ্ছেন অমিশা! এই ছবিতে ঝড় উঠেছে নেটমাধ্যমে)
ছবিটির বর্ণনা দিয়ে তিনি লেখেন, 'দক্ষিণ মুম্বইয়ের যে বাড়িতে আমি বেড়ে উঠেছি, সেখানে হৃতিকের সঙ্গে আমার এই ছবিটি তোলা হয়েছে। 'কহো না… প্যায়ার হ্যায়'র শ্যুটের আগে দুই পরিবার এখানেই আনন্দে মেতে উঠেছিল। এই ছবিটা তোলার কিছু দিনের মধ্যেই আমরা শ্যুট শুরু করি।'
(আরও পড়ুন: লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ! আইনি বিপাকে অমিশা পটেল)
২২ বছর আগে অর্থাৎ ২০০০ সালে মুক্তি পায় 'কহো না… প্যায়ার হ্যায়'। এই ছবির মাধ্যমে নায়ক-নায়িকা হিসেবে বলিউডে হাতেখড়ি হয় হৃতিক-অমিশার। পর্দায় নবাগতর রসায়ন নিয়ে চর্চা নেহাত কম হয়নি। সেই সময়ে বক্স অফিসেও রেকর্ড ব্যবসা করে ছবিটি। এর পরেও আরও একটি ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা। কিন্তু কাঙ্খিত সাফল্য থেকে যায় অধরাই।
(আরও পড়ুন: প্রাণের ভয় মাঝপথে অনুষ্ঠান ত্যাগ? আমিশার বিরুদ্ধে ‘প্রতারণা’র অভিযোগ সমাজসেবীর)
'কহো না…'র সাফল্যের সুবাদে বলিউডে প্রথম সারির নায়িকাদের তালিকায় নিজের নাম সামিল করেন অমিশা। 'গদর', 'ভুল ভুলাইয়া'র মতো একাধিক সফল ছবিও আসে তাঁর ঝুলিতে। কিন্তু সেই সাফল্য ছিল ক্ষণস্থায়ী বেশ কিছু ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর দর্শক-মন থেকে মুছে যেতে শুরু করেন অভিনেত্রী।
বলিউডে অমিশার দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে। 'গদর ২'-এ আরও একবার সানি দেওলের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।