ফেন্টানিল এবং কোকেনের ওভার ডোজের কারণেই মৃত্যু হয়েছিল জেসি জানে এবং তাঁর প্রেমিকের। এই আমেরিকান পর্ন তারকা এই বছরের জানুয়ারি মাসে সেই দুর্ঘটনার পরই প্রাণ হারান। পচাগলা অবস্থায় যাবে মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। তাঁকে তাঁর প্রেমিক ব্রেট হাসেনমুলারের ওকলাহোমার বাড়ি থেকে ২৪ জানুয়ারি ২০২৪ সালে উদ্ধার করা হয়। প্রসঙ্গত এই পর্ন তারকা আসল নাম সিন্ডি টেলর বা সিন্থিয়া অ্যান হোয়েল।
প্রসঙ্গত ব্রেটকেও একই জায়গা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল বলেই রিপোর্টে জানানো হয়েছিল। ওকলাহোমা মেডিক্যাল এক্সামিনার অফিসের তরফে তাঁদের দুজনের মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। সেখান থেকেই জানা যায় যে তাঁরা অতিরিক্ত পরিমাণে ফেন্টানিল এবং কোকেন সেবন করেছিলেন। আর সেই কারণেই তাঁদের মৃত্যু হয়ে হল। রবিবার এই রিপোর্ট প্রকাশ্যে আসে। সেই রিপোর্টে জানানো হয় জেসি জানের দেহ পচাগলা অবস্থায় উদ্ধার করা হয়েছিল যা ইঙ্গিত দেয় তাঁর দেহ উদ্ধার করার বেশ কিছু সময় আগেই তাঁর মৃত্যু ঘটেছে।
আরও পড়ুন: ২০২৩ -এর NABC অপমান-বয়কট ডাক ভুলেছে টলিউড? জবাবে রূপম - পত্নী লিখলেন, 'সমালোচনা করলে ভালোটাও তো...'
আরও পড়ুন: অন্য গায়কদের হিন্দি গানের ভিড়ে পুরনো বাংলা গানেই NABC -র আসর জমালেন শ্রেয়া, নিমেষে ভাইরাল ভিডিয়ো
জেসি জানের অন্যতম জনপ্রিয় কাজ হল পাইরেটস ২। এটি একটি পর্নগ্রাফিক ছবি। এছাড়াও জেসিকে স্টারস্কাই অ্যান্ড হাচ ছবিতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: 'সর পে লাল টোপি রুশি ফির ভি...' মস্কোর ইভেন্টে রাজ কাপুরের ক্লাসিক গানের স্মৃতি উসকে দিলেন মোদী
জেসি নিজের পেশা প্রসঙ্গে জানিয়েছিলেন, ' আমি পর্নে সঠিক সময় এসেছিলাম যখন পর্ন তারকাদের দাম ছিল। পর্ন তারকা মানে সেই সময় বড়সড় ব্যাপার, গ্ল্যামারাস বিষয় একটা। পর্ন মানেই দুষ্টু কিছু। তবুও সবাই সেটা দেখত।' তিনি আরও জানিয়েছিলেন, ' এখন আর অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি আগের মতো নেই। আমি এখনও পর্ন ভালোবাসি। কিন্তু ইন্টারনেট এখন এই ইন্ডাস্ট্রিকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে।'